মিমি নুসরতের তুলনায় শ্রাবন্তী বেশ বোকা! বিস্ফোরক মন্তব্য শ্রাবন্তীর প্রানের বন্ধু শুভশ্রী গাঙ্গুলীর

কথায় বলে ইন্ডাস্ট্রিতে সেভাবে কোনো বন্ধুত্ব হয় না। যতক্ষণ কাজ ততক্ষন একটা যোগাযোগ থাকে, কিন্তু তারপর যাবতীয় যোগাযোগ কেটে যায় সেভাবে প্রাণের বন্ধুত্ব আর গড়ে ওঠে না। রুপোলি পর্দার নায়িকাদের মধ্যে তো সব সময় একে অপরকে টেক্কা দেওয়ার একটা টক্কর লেগেই থাকে তবে এই তত্ত্ব গুলো নুসরত, মিমি, শ্রাবন্তী ও শুভশ্রীর সম্পর্কে খাটেনা। এরা চার জন খুব ভাল বন্ধু। তাই একে অপরের সম্পর্কে বেশিরভাগ কথাই জানেন। তবে তাদের এই চারজনের গ্রুপের মধ্যে থেকে শুভশ্রী মনে করেন, টলিউডের সবচেয়ে বড় বোকা অভিনেত্রী শ্রাবন্তী আর এই কথা প্রকাশ্যে বলতেও তিনি দ্বিধাগ্রস্থ হন না।
আরও পড়ুন: ‘অভিনেত্রী মানেই অশিক্ষিত’ এই ধারনা ভুল! মুখ খুললেন পটল কুমারের সৎ মা খ্যাত অভিনেত্রী ত্রমিলা!
জি বাংলায় ‘অপুর সংসার’ বলে একটি টক শো ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিলো। সেই সময় রচনা ব্যানার্জি থেকে শুরু করে অনেক বিখ্যাত তারকারাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে এসেই শ্রাবন্তীকে ইমোশনাল ফুল বলে মন্তব্য করেছিলেন শুভশ্রী। অন্যদিকে নুসরত ও মিমি কে তিনি শ্রাবন্তীর তুলনায় অনেকটাই চালাক এবং চতুর বলে দাবি করেন।
অপুর সংসার টক শোতে শাশ্বত চট্টোপাধ্যায় শুভশ্রীকে বলেন, শ্রাবন্তী, নুসরত ও মিমির মধ্যে থেকে কে সবথেকে বেশি বোকা এবং কে সবথেকে বেশি চালাক বলতে। তখন শুভশ্রী বলেন সবথেকে বেশি স্মার্ট মিমি, তাই সে সবার প্রথমে। নুসরত কেও তিনি চালাক বলেন, তাকে তিনি দ্বিতীয় নাম্বার স্থানে রাখেন। সবথেকে বোকা হিসেবে তিনি শ্রাবন্তীর নাম নেন। পরমুহূর্তে নিজের বক্তব্য সংশোধন করে তিনি বলেন, শ্রাবন্তী বোকা নয় তিনি বরং ইমোশনাল ফুল।
এর পাশাপাশি অভিনেত্রী আরও জানান যে তার এবং শ্রাবন্তীর চেহারার মধ্যে একটি মিল আছে, তাই অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় শো করতে গেলে দর্শকরা ভুল করে তাকেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভেবে বসেন আবার শ্রাবন্তীকে অনেক সময় শুভশ্রী বলে ডেকে বসেন। প্রসঙ্গত উল্লেখ্য, শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’ শোয়েব এই ভিডিওটি অনেকদিন আগেকার পুরনো। তখনো শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেইভাবে ট্রোলড শুরু হয়নি, তখন শ্রাবন্তী আর শুভশ্রী বেশ ভালো বন্ধু ছিলেন তবে বর্তমানে যে যার নিজের নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে সেভাবে আর এদের দুজনের বন্ধুত্ব লক্ষ্য করা যায় না। বর্তমানে শুভশ্রী যেমন পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে ছেলে ইউভানকে নিয়ে সুখে সংসার করছেন। তেমনই শ্রাবন্তীর জীবনেও তার তৃতীয় স্বামীর সাথে বিচ্ছেদ এবং চতুর্থ প্রেমের আগমন ঘটেছে।