অজয়,অক্ষয়ের মত নন সুনীল! তামাক ছোঁননি বলেই ৬০ বছর বয়সে এসেও গ্ল্যামার ঠিকরে পড়ছে!

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি ১৯৯২ সালে ‘বলবান’ ছবির মধ্যে দিয়ে বলিউডে প্রবেশ করেন, এই ছবিতে দিব্যা ভারতীর বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়েছিলো। এই চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি একশন হিরো হিসেবে পরিচিত হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে দিলওয়ালে, অন্ত, মহড়া, গোপী কিষাণ, কৃষ্ণ, সাপুত, রক্ষক, বর্ডার, ভাই, হেরাফেরি, ধড়কন ইত্যাদি ছবি করে তিনি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন। ধড়কন ছবিতে অভিনয়ের জন্য খল অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছিলেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেতা যেমন কোনো বিতর্কে জড়ান না, তেমনি কেউ তার নামে ভুলভাল কিছুবিতর্ক রটালে সেটাও তিনি সহ্য করেন না, সম্প্রতি এই বিষয়টি আরো একবার সবার সামনে উঠে এলো।
খেল, রক্ত, ভাগম ভাগের মতো তিনটি ছবি তিনি প্রযোজনা ও অভিনয় করেছিলেন একইসাথে। নব্বই দশকে একশন হিরো হিসেবে পরিচিত এই নায়ক সুনীল শেঠি নব্বই দশকের শেষের দিকে রোমান্টিক নায়ক হিসেবে পরিচিতি পান। এছাড়া কমেডি হিরো হিসেবেও জনপ্রিয়তা রয়েছে তার। আর্থিক দিক থেকেও এমন বিপুল সম্পত্তির অধিকারী এই অভিনেতা যে তার স্ত্রী মানা শেট্টিকে লেডি আম্বানি বলে ডাকা হয়। জীবনের সব ক্ষেত্রে সফল ও জনপ্রিয় এই অভিনেতা অন্যান্য বলিউড নায়কদের থেকে আলাদা ভাবে জীবন যাপন করেন। কোন বিতর্কের মধ্যে জড়াতে তিনি পছন্দ করেন না, তাই তার নাম বিতর্কে সেভাবে জড়ায় না। সম্প্রতি তার নামে ভুলভাল রটনা করার জন্য একজন নেটাগরিককে উপযুক্ত জবাব দিলেন তিনি।
আসলে না বুঝেই সেই ভদ্রলোক সুনীল শেট্টিকে ‘গুটখা কিং’ বলে বসেন। তাতেই চটে যান সুনীল। কিছুদিন আগে বিমল ইলাইচির বিজ্ঞাপন করেন বলিউডের তিন সুপারস্টার অজয় দেবগন, শাহরুখ খান ও অক্ষয় কুমার। এই বিজ্ঞাপন করার পর রীতিমতো তাদের নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। সেই সময় একজন নেটিজেন পানমশলা সংক্রান্ত একটি বিজ্ঞাপনে সুনীলকে ভুল করে ট্যাগ করে বসেন। এই বিষয়টির জন্য সুনীল কিন্তু সেই নেটাগরিককে বেশ ভালোমতোই উত্তম-মধ্যম দিলেন। ওই ভদ্রলোককে ধমক দিয়ে তিনি বললেন, “ভাই তুই নিজের চশমা ঠিক করে পড়। নয়তো বদলে ফেল।”
এরপর ঐ নেটাগরিক তার ভুলের কথা উল্লেখ করে ক্ষমা চেয়ে নেন। আসলে তিনি অজয় দেবগনকে ট্যাগ করতে গিয়ে ভুলবশত এই কাণ্ড ঘটিয়ে ফেলে ছিলেন। তখন সুনীল নেশাজাতীয় দ্রব্য সেবন প্রসঙ্গে তার বক্তব্য, “আমি ভালোও নই, আমি সাধুও নই। আমারও অনেক খুঁত আছে। তাই আমি এসব বিষয়ে মন্তব্য করতে চাই না।” তবে তিনি এও বলেন যে, ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই হয়, তবে তিনি সেসবের থেকে দূরে থাকেন। মদ তামাক কখনো ছুঁয়েও দেখেননি তিনি। তার এই বক্তব্যের পর নেটাগরিকদের মন্তব্য, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করার জন্যই এই বয়সে এসেও তার এত গ্ল্যামার!