সুপারস্টার সিঙ্গার সিজন ২ – এ ক্যাপ্টেন হিসেবে থাকছেন অরুণিতা, পবনদীপ, সায়লি, মহম্মদ দানিশ, সলমন আলি! ক্যাপ্টেনরা প্রতি এপিসোড পিছু কত টাকা করে পাচ্ছেন জানেন কি?

দীর্ঘ দু বছরের পর এবার সোনি টিভিতে শুরু হতে চলেছে সুপারস্টার সিঙ্গার সিজন ২। কলকাতার মেয়ে প্রীতি ভট্টাচার্য প্রথম সিজনের চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই মঞ্চে দেশের নানা প্রান্ত থেকে খুদেদের প্রতিভার অন্বেষণ করে সুযোগ করে দেওয়া হয়ে থাকে। অলকা ইয়াগিনক, হিমেশ রেশমিয়া,জাভেদ আলিকে মঞ্চে দেখা যাবে শো এর বিচারক রূপে। তাঁদের সাথে সাথে মঞ্চে উপস্থিত থাকবেন ক্যাপ্টেনেরা। মঞ্চে থাকবে ১৫ বছরের নিচে সমস্ত প্রতিযোগীরা যাঁদের বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দিয়ে মঞ্চের উপযুক্ত করে তুলবেন এই সব ক্যাপ্টেনরা। ক্যাপ্টেন দের মধ্যে রয়েছেন, অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, সায়লি কাম্বলে, মহম্মদ দানিশ এবং সলমন আলি।
আরও পড়ুন: দেবকে ছেড়ে এবার দাদার সাথে নাচে মাতলেন রুক্মিণী! নাচে-গানে-আড্ডায় মঞ্চ মাতালেন দেব – রুক্মিণী জুটি
অন্যদিকে মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে রয়েছেন, আদিত্য নারায়ণ। ইন্ডিয়ান আইডলে সুযোগ পাওয়ার পর থেকেই জীবন পরিবর্তন হতে শুরু হয়েছিল অরুণিতা, পবনদীপ দের তারপর শো এর থেকে বাইরে যাওয়ার পর থেকেই তাদের জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গিয়েছে। দেশের ভেতরে ছাড়াও দেশের বাইরেও অনেক শো করেছেন। আবার তাঁদের সবাইকে একসাথে দেখা যাবে এই জাতীয় মঞ্চে ক্যাপ্টেনের ভূমিকায়। খুদে প্রতিযোগীদের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্ডিয়ান আইডল ১০ এর প্রতিযোগীরা। তবে কি ভাবছেন এই শো বিনা পারিশ্রমিকে করবে এই ক্যাপ্টেনরা? তবে আপনার ভাবনা ভুল! প্রতি এপিসোড পিছু কত টাকা পাচ্ছেন তারকারা জেনে নিন?
আরও পড়ুন: “এই মুভসগুলোর বেশিরভাগই অভিষেকের দেখে শেখা।”- খাইকে পান বানারাসওয়ালা’ গানে নেচেছিলেন অমিতাভ বচ্চন!
সাইলি কাম্বলে প্রতি শো পিছু পেয়ে থাকেন, ২০-২৫ হাজার টাকা। অন্যদিকে পবণদীপ রাজন হলেন ইন্ডিয়ান আইডল ১০ এর বিজয়ী , সেই কারণে প্রতি এপিসোড পিছু পবনদীপ পাচ্ছেন ৪৫ হাজার টাকা। অরুনিতা কাঞ্জিলাল পারিশ্রমিক হিসেবে প্রতি এপিসোড পিছু নিচ্ছেন প্রায় ৪০ হাজার টাকা। মহম্মদ দানিশ এই মঞ্চে প্রতি এপিসোড পিছু পাচ্ছেন ৩০ হাজার টাকা। অন্যদিকে সালমান আলি প্রতি এপিসোড পিছু পাচ্ছেন ৫০ হাজার টাকা। অর্থাৎ এর থেকে স্পষ্ট প্রত্যেক প্রতিযোগী ক্যাপ্টেন এর ভূমিকায় থাকার জন্য যথেষ্ট পরিমাণ পারিশ্রমিক পেয়ে থাকেন। এবার দর্শকরা অপেক্ষায় রয়েছেন এই সিজনে কোন্ প্রতিযোগী বিজয়ী হবেন? ইতিমধ্যেই বাংলার ছেলে প্রাঞ্জল মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন গান গেয়ে।