উত্তম কুমারের নাত বউ হয়েও কেন মুখ্য চরিত্রে দেখা যায় না ত্বরিতা চ্যাটার্জি কে? তবে কি তিনি স্বজন পোষণের শিকার? এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই

বাংলা টেলিভিশন জগতে ত্বরিতা চ্যাটার্জি, বেশ জনপ্রিয় একটি মুখ। একটি নয় বহু সিরিয়ালের পার্শ্ব চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। বহু ধারাবাহীকে অভিনয় করলেও সবথেকে বেশি জনপ্রিয়তা ছুয়েছিল তাকে করুণাময়ী রানী রাসমনির সারদামণি চরিত্রে। রূপে লক্ষ্মী গুনে সরস্বতী হওয়া সত্ত্বেও মুখ্য চরিত্রে দেখা যায় না তাকে।
এ নায়িকা পারিবারিক সূত্রে তিনি উত্তম কুমারের আত্মীয় হন। উত্তম কুমারের বাড়ির ছোট ছেলে সৌরভের স্ত্রী। অর্থাৎ মহানায়কের ছোট নাত বউ ত্বরিতা। একদিকে যেমন ব্যক্তিগত জীবনে তিনি মহানায়কের আত্মীয়া তেমনি কর্মজীবনেও তিনি পেয়েছেন সমান সাফল্য। ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী হবার পাশাপাশি ছোট পর্দারই আরেক জন প্রিয় অভিনেতা সৌরভের স্ত্রী তিনি। আবার নিজে জনপ্রিয় একটি ক্যাফের মালকিনও বটে।
এত বড় পারিবারিক সূত্র থাকার পরেও অভিনেত্রীকে ধারাবাহিকের মুখ্য চরিত্রে কখনো দেখা যায়নি। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। জনপ্রিয় এক সংবাদ মাধ্যম তাকে এ বিষয়ে প্রশ্ন করলে অভিনেত্রী জানান, মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য অফার এসেছে প্রচুর। কিন্তু তিনি তা বারবার ফিরিয়ে দিয়েছেন। এবারে পাঠকের মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে কেন? আসলে অভিনেত্রী লক্ষ্য ছিল কেবলই পড়াশোনা। এছাড়াও অভিনেত্রী জানান মুখ্য চরিত্রে অভিনয় করতে পারেননি বলে তার জীবনে কোন আফসোস নেই। টেলিভিশনে মুখ্য চরিত্রে অভিনয় করার লোভ তার কখনোই ছিল না। তাছাড়াও তিনি একটি ঐতিহ্যবাহী পরিবারের বৌমা। তাই অভিনেত্রী সব সময় চেষ্টা করেন যেন তিনি সেই পরিবারের এবং মহানায়কের যোগ্য বৌমা হয়ে উঠতে পারেন।
সম্প্রতি বিদূষক সিনেমার ডাবিং এর কাজ শেষ করেছেন অভিনেত্রী। এছাড়াও কাদম্বিনী, তুমি আসবে বলে, জড়োয়ার ঝুমকো, কড়ি খেলা, রাসমণি, বাঘ বন্দী খেলা, দেবী চৌধুরাণীতে কাজ করেছেন ত্বরিতা।