গসিপ

টলিউডের পর্দা কাঁপতে তৈরি হচ্ছে ঋতুপর্ণার ছেলে অঙ্কন! প্রসেনজিৎপুত্র মিশুক থেকে জিৎ কন্যা নবন্যা, আগামীতে টলিউড কাঁপাতে তৈরী হচ্ছে এই ১০ স্টারকিড

বর্তমানে আমরা প্রত্যেকেই নেপোটিজম শব্দটির সঙ্গে অত্যন্ত পরিচিত। বলিউড হওয়া বা টলিউড শব্দটির সব জায়গাতেই জড়িত রয়েছে। বলিউডে যদিও এই শব্দটি নিয়ে তুলকালাম হয়েছে বেশ কয়েক বছর ধরেই। কিন্তু টলিউড এই নেপোটিজম শব্দটির ব্যবহার রয়েছে। ইতিমধ্যে টলিউডের বেশ কিছু তারকা সন্তান রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ জনপ্রিয়। ধীরে ধীরে তারা বড় হয়ে উঠছে নিজের ভবিষ্যতের জন্য। আজ আপনাদের সঙ্গে সেই তারকা সন্তানদের তালিকায় ভাগ করে নেব।

১. তৃষাণজিৎ চট্টোপাধ্যায় : টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে হল তৃষানজিৎ। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল প্রসেনজিৎ পুত্র। অনেকেই অনুমান আগামী দিনে প্রসেনজিৎ পুত্রকেও টলিউড ইন্ডাস্ট্রিতে দেখা যাবে।

২. নবন্যা মদনানি : সুপারস্টার জিৎ এর একমাত্র কন্যা হল নবন্যা। ২০১১ সালে লখনউয়ের শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিৎ এবং তাদেরই সন্তান হলো নবন্যা। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় সে। তার দুষ্টু মিষ্টি ছবি ভিডিও হামেশাই ভাইরাল হয়।

৩. অঙ্কন চক্রবর্তী এবং ঋষ্ণনা নিয়া চক্রবর্তী : টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের দুই সন্তান তারা। যদিও দুই সন্তানের এই গানের জগতের প্রতি বেশি ঝোঁক রয়েছে। এবারে দেখার অপেক্ষায় টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো রকম কোনো যোগসূত্র হয় কিনা এই দুজনের।

৪. হিয়া চট্টোপাধ্যায় : অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং মহুয়া চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা হিয়া। বাবার কাজ তার বিশেষ পছন্দের। বাবার প্রতিটি সিনেমায় হিয়া খুব মনোযোগ দিয়ে দেখে। ইন্ডাস্ট্রি তে পা রাখার আগেই বাবার কাজের ভক্ত সে।

৫. সারা সেনগুপ্ত এবং জারা সেনগুপ্ত : যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা দুই কন্যা সন্তান হাতে সারা এবং জারা। তাদের নামে ট্যাটু রয়েছে যিশু সেনগুপ্তর হাতে। তার বড় কন্যাকে আমরা উমা ছবির হাত ধরে পা রাখতে দেখেছি। সেই ছবি দর্শক মহলের দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এবার দেখার অপেক্ষায় বড় হয়েও কি দুই মেয়ে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয় কিনা।

৬. ময়ূরাক্ষী চট্টোপাধ্যায় : আবির সেনগুপ্তের মেয়ে ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়। বাবার যেমন আদুরে তেমনি অত্যন্ত প্রিয় সে, বাবা ও তার কাছে খুব কাছের। এবার দেখার অপেক্ষার ইন্ডাস্ট্রিতে বাবার মতোই জায়গা দখল করে নিতে পারে ময়ূরাক্ষী।

৭. মুসকান আলি : জনপ্রিয় আরজে এবং কৌতুক শিল্পী মীর আফসার আলী একমাত্র কন্যা সন্তান মুস্কান। সোশ্যাল মিডিয়াতে ততটা সক্রিয় নয় মুসকান। শোনা যায় মীরের স্ত্রী ডক্টর সোমা নাকি ভীষণভাবে কড়া মেয়ের উপর। তার সব সময় কড়া নজর থাকে। এবার দেখার অপেক্ষা সেও এই ইন্ডাস্ট্রিতেই যোগদান করে কিনা।

৮. অন্বেষা সেন : স্বস্তিকা মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা সন্তান অন্বেষা। নিজের মেয়েকে একার হাতে মানুষ করছেন অভিনেত্রী। অভিনেত্রী অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে চারিদিকে। এবার অভিনেত্রীর ভক্তরা তার মেয়ে কেও দেখতে চাইছে তার মায়ের মত টেলিভিশনের পর্দায়।

Related Articles

Back to top button