বলিউডের জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়ার কন্যা এখন দারুন জনপ্রিয়, বলিউডের রণবীর কাপুর থেকে শুরু করে কারিনা কাপুরের সঙ্গে একাধিক কাজ করেছেন অভিনেত্রী

টিকু তালসানিয়া, বলিউডের এমন এক অভিনেতা যাকে দর্শক বরাবরই পছন্দ করেন। নায়ক বা কেন্দ্রীয় চরিত্রে কখনোই তাকে দেখা যায়নি কিন্তু পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি বরাবর। তার অভিনয় দর্শক আজও মনে রেখেছেন। সিরিয়াস চরিত্র হোক বা কৌতুক চরিত্র সব চরিত্রে নিজেকে সাবলীল করে তুলেছেন টিকু। আর ইতিমধ্যেই জনপ্রিয় অভিনেতার মেয়েও বলিউড কাঁপাতে শুরু করে দিয়েছে। রণবীর কাপুর, কারিনা কাপুরদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী।
ইতিমধ্যেই টিকুর মেয়ে কে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার রূপ নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে তুমুল চর্চা চলছে। আসলে সম্প্রতি অভিনেত্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু কোন জনপ্রিয় অভিনেত্রী টিকুর মেয়ে তা কি জানেন?
টিকুর মেয়ে হলেন জনপ্রিয় অভিনেত্রী শিখা তালসানিয়া। হিন্দি সিনেমার একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করতে দেখা গেছে শিখা কে। হ্যাঁ শিখায় হলো টিকুর কন্যা। সোশ্যাল মিডিয়াতে দারুন সক্রিয় শিখা। মাঝেমধ্যে বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকেন নিজের ইনস্টাগ্রাম এর একাউন্ট থেকে। সম্প্রতি সেরকমই সমুদ্রের তীরে দাঁড়িয়ে একটি ছবি আপলোড করেছেন শিখা, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।
অভিনেত্রী ন্যাচারাল বিউটি, তাই জন্যই নেটিজেনরা শিখাকে এত ভালবাসেন। অভিনেত্রীর ফটোশুটের ছবি হোক বা যেকোনো সাধারণ ছবি সবকিছুতেই নেটিজেনরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেন। বলিউডে তিনি এখনও পর্যন্ত রণবীর কাপুর, করিনা কাপুর খান, সোনম কাপুর, স্বরা ভাস্করের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। শিখার অভিনীত ছবি গুলির মধ্যে অন্যতম হলো ‘ওয়েক আপ সিড’, ‘কুলি নম্বর ওয়ান’ (২০২০), ‘বীরে দি ওয়েডিং’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’র মতো ছবি। শুধুমাত্র অভিনয় নয় মডেলিং জগতে ও শিখা দারুন জনপ্রিয়।