“আমি নেইল ফাইল নামে একটি সিনেমা বানাতে যাচ্ছি”- ‘দ্য কাশ্মীর ফাইলস’ সম্পর্কে কৌতুক করে নেটিজেনদের ক্ষোভের মুখে অক্ষয় পত্নী টুইঙ্কেল

‘দ্য কাশ্মীর ফাইলস’- সম্প্রতি রিলিজ হওয়া ছবিটি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে নানা বিতর্কের সূত্রপাত হয়ে গিয়েছে। তবে এবার এই ছবি নিয়ে কৌতুক করতে গিয়ে দর্শকদের তোপের মুখে পড়লেন টুইঙ্কেল খান্না কিছুদিন পূর্বেও এই ছবি নিয়ে বহু হিন্দি ইন্ডাস্ট্রির অভিনেতা , প্রযোজকরা নানা বিতর্কিত মন্তব্য করেছিলেন তবে এই মুহূর্তে এই ছবি বক্স অফিসে ভালো বাজার করে নিয়েছে। কিন্তু কি এমন বললেন অক্ষয় পত্নী যে নেটিজেনরা রীতিমতো ক্ষেপে গিয়েছেন তাঁর ওপর!
আরও পড়ুন: গর্ত তৈরী করে চোর ঢুকেছিল মন্দিরে চুরি করতে, নিজের তৈরি গর্তেই শেষে আটকে পড়তে হলো! ভাইরাল হলো ভিডিও
ঘটনার সূত্রপাত হয়েছিল, কিছুদিন আগে একটি সর্বভারতীয় দৈনিকে এই ছবির সম্পর্কে কিছু মজার কথা তিনি ভাগ করে নিয়েছিলেন আর সেই সব মন্তব্য চারিদিকে ছড়িয়ে পড়তেই তাঁর ওপর নিন্দার ঝড় আসতে থাকে। সোশ্যাল মিডিয়ায় নানা খারাপ মন্তব্যের মুখোমুখি হতে হয় তাঁকে। দ্য কাশ্মীর ফাইলস ছবির সম্পর্কে তিনি মজা করে লিখেছিলেন, একটি প্রযোজকের অফিসে একটি বৈঠকে, আমাকে জানানো হয়েছে যে কাশ্মীর ফাইলসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্য়েই অনেক নতুন সিনেমার শিরোনাম রেজিস্টার করা হচ্ছে। যেহেতু বৃহত্তর শহরগুলির নাম নিয়ে ইতিমধ্যেই ছবি হয়েছে, এখন আন্ধেরি ফাইল, খার-ডান্ডা ফাইল এবং এমনকি দক্ষিণ বোম্বে ফাইলের মতো নামও রেজিস্টার করছে। আমি শুধু ভাবছি যে আমার সহকর্মীরা এখনও নিজেদের চলচ্চিত্র নির্মাতা বলতে পারে! নাকি এই সমস্ত ফাইলিং দিয়ে, তারা আসল জাতীয়তাবাদী, মনোজ কুমারের মতো, সবাই কেরানিতে পরিণত হয়েছে।”
এই কথা গুলি বলেই অভিনেত্রী থেমে যাননি তিনি আরও বলেছিলেন, তাঁর মা তাঁদের ডিনারের জন্য নিমন্ত্রণ জানিয়ে যখন নাতনিদের সাথে খেলা করছিলেন সেইসময় তিনি মজার ছলে বলেছিলেন তিনি কাশ্মীর ফাইলস এর মতোই নেইল ফাইল নামে একটি সিনেমা বানানোর চিন্তা ভাবনা করেছেন তাঁর মতে, তাঁর নির্মিত সিনেমাটি সাম্প্রদায়িক ক্ষেত্রে খোঁচা মারার থেকে অনেক উন্নত মানের হবে।
এমন একটি ভাবাবেগ জড়িত সিনেমা সম্পর্কে কৌতুক করার কারণে তাঁকে রীতিমতো দর্শকের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। কেউ তাঁকে বলেছেন, এই সিনেমা সম্পর্কে মজা করার অর্থই কাশ্মীরে ঘটে যাওয়া যে নৃশংস গণ হত্যা তার সম্পর্কে বলা। কেউ আবার টুইঙ্কেল খান্না কে রাগ দেখিয়ে বলেছেন, নিজের পরিবারের সাথে এমন ঘটনা ঘটলে তিনি ঠিকই উপলব্ধি করতে পারেন। সবমিলিয়ে নেটি জেনরা বেশ রাগান্বিত হয়েছেন অভিনেত্রীর মন্তব্যে।