গসিপ

টলিউডের জনপ্রিয় এই পাঁচ অভিনেত্রী শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে ট্যাটু, আসুন জেনে নেওয়া যাক কার কার শরীরের কোন কোন জায়গায় রয়েছে ট্যাটু

বর্তমান যুগে ট্যাটু একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। একসময় আদিম সমাজে এই ট্যাটু ধর্মীয় কারণে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে সেই ট্যাটুই ফ্যাশনে পরিণত হয়েছে। টলিউড হোক বা বলিউড সব ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরাই এখন নিজেদের শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু করিয়ে থাকেন। চলুন আজ জেনে নেওয়া যাক আমাদের বাংলার কোন অভিনেত্রীর শরীরে কোথায় কটা ট্যাটু রয়েছে।

১. নুসরাত জাহান : বর্তমানে একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি এখন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বটে। অভিনেত্রীর শরীরেরও ট্যাটু রয়েছে। যা অত্যন্ত গোপন জায়গায়। সবাই সবসময় তা দেখতে পাবেন না। অভিনেত্রীর বুকের বাম দিকে ছোটো একটি ট্যাটু রয়েছে।

২. মিমি চক্রবর্তী : বর্তমানে মিমিও অভিনেত্রী হওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলের একজন গুরুত্বপূর্ণ সাংসদ। অভিনেত্রীর শরীরে তলপেটে ডান দিকে একটি ট্যাটু রয়েছে। আসলে অভিনেত্রীর এপেনডিক্স এর অপারেশন হয়েছিল আর সেই অপারেশনের দাগটাই রয়ে যায় অভিনেত্রী তলপেটে। সেই দাগ ঢাকার জন্যই ট্যাটু করিয়েছেন তিনি। এছাড়া মিমি ডান হাতে রয়েছে নটরাজ ট্যাটু।

৩. শ্রীলেখা মিত্র : অভিনেত্রী শরীরে থাইল্যান্ডের নকশায় আঁকা একটি সূর্য ট্যাটু রয়েছে। এছাড়া অভিনেত্রীর ঘাড়ের কাছে অভিনেত্রী নামের প্রথম অক্ষর শ্রী লেখা একটা ট্যাটু রয়েছে।

৪. মুমতাজ সরকার : জাদুকর পিসি সরকারের (জুনিয়র) ছোট মেয়ে মমতাজের শরীরের একাধিক ট্যাটু রয়েছে অভিনেত্রী ট্যাটু করাতে দারুণ ভালবাসেন। হাতে, পিঠে, পায়ে ট্যাটু রয়েছে তাঁর। পিঠে অনেক কটা ট্যাটু আঁকিয়েছেন মুমতাজ। বাম হাতের বাহুজুড়ে ট্যাটু করিয়েছেন তিনি।

৫. শ্রাবন্তী চট্টোপাধ্যায় : টলিউডের অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তী অন্যতম। অভিনেত্রীর বাঁ হাতে ও ময়ূরের পালক আকার একটি ট্যাটু রয়েছে।

Related Articles

Back to top button