সাধারণ মানুষের স্বপ্নের শহরে এবারে ছোট্ট ইউভান কে নিয়ে সুইজারল্যান্ডে পাড়ি দিল রাজ শুভশ্রী, বরফে ঢাকা পাহাড়ে শাহরুখ খানের মতো পোজ দিল ইউভান

স্বপ্নের শহর সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড যাওয়ার স্বপ্ন প্রতিটি বাঙালির মধ্যেই থাকে। কখনো না কখনো সুইজারল্যান্ড ঠিক যাবেই এমন একটা স্বপ্ন প্রত্যেকের মধ্যেই আমাদের থেকে থাকে। আর সেই স্বপ্ন পূরণে এবার সুইজারল্যান্ড পাড়িয়ে দিয়েছিলেন রাজ শুভশ্রী এবং তাদের ছোট্ট সন্তান ইউভান। ছেলে কে নিয়ে এবার বরফে ঢাকা পাহাড়ের দেশে পাড়ি দিলেন রাজ শুভশ্রী। মাঝেমধ্যেই এদিক ওদিক ঘুরতে চলে যায় রাজ শুভশ্রী দুজনেই। এখন আবার সঙ্গী হয়েছে ছোট্ট ইউভান। তাকে কে নিয়ে প্রায় অনেক জায়গায় ঘোরা হয়ে গেল তাদের।
সম্প্রতি সুইজারল্যান্ডে বরফের টাকা পাহাড় থেকে একের পর এক ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন রাজ এবং শুভশ্রী দুজনই। সেখানেই বরফের ঢাকা পাহাড়ের মাঝে শাহরুখ খানের পোজে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ছোট্ট ইউভানকে। সুইজারল্যান্ড কথাটা শুনলেই আমাদের মনে পড়ে যায় দিলওয়ালে দুলহানিয়ার সেই জনপ্রিয় গান যারা সা ঝুম লুমে। শাহরুখ খান এবং কাজলের সেই রোমান্স। এখনো যেন পুরনো হয়নি সেই দিনগুলো। সেই গান, সেই ছবি, সে নায়ক নায়িকা যেন আজও চির সজীব সকলের কাছেই। সেই স্বপ্নের শহরেই নিজের ছোট্ট সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন রাজ এবং শুভশ্রী।
গত কয়েকদিন ধরে বেশ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন রাজ শুভশ্রী এবং সাথে ইউভান। সেখান থেকেই বিভিন্ন ভিডিও, ছবি আপলোড করছেন দুজনে। জ্যুরিখ থেকে ভিডিও আপলোড করেছিলেন করেছিলেন রাজ। তারপর টিটলিস থেকে আপলোড করেন ছবি। এবার প্যারিসে যাওয়ার ছবি আপলোড করেছেন রাজ।
পরপরই শুভশ্রী গাঙ্গুলীর বেশ কিছু অভিনীত ছবি মুক্তি পেয়েছে সিনেমা হলে। আবার আগামী পূজোতেও মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘বৌদি ক্যান্টিন’ যেখানে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে। এছাড়াও এই ছবি পরিচালনা করছেন স্বয়ং পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা সোহম চক্রবর্তী কে। ছবির প্রমোশন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
View this post on Instagram