চোখ কপালে ওঠার জোগাড়! শেষ পর্যন্ত অভিনেতা দেব হাঁটলেন বামেদের মিছিলে! আসল রহস্য কি এর পেছনে?

তৃনমূলের সাংসদ দেব এবার বামেদের মিছিলে পা মেলালেন! তাও আবার একেবারে শহর কলকাতার বুকে। এমন কান্ড দেখে তো চোখ কপালে ওঠার জোগাড় হবে। আরে না না কি ভাবছেন দেব তবে তৃণমূল ত্যাগ করে দিলেন নাকি ! এরকম কোনো ঘটনা ঘটেনি সবই দেবের আসন্ন ছবি সৌজন্যে , ‘কিসমিস ‘এর কারসাজি। ৪ নম্বর মহিম হালদার স্ট্রিট, কলকাতা ২৬ এর মুদি দোকানের মালিক দেব নিজে। আবার কাস্তে, হাতুড়ি নিয়ে মিছিলে লাল পতাকা হাতে মিছিলে পা মেলান তিনি। এসবের মাঝেই আবার মন ভালো করে এক মিষ্টি প্রেমালাপ রুক্মিণীর সাথে, এইসব কিছু ঘটনা বলি নিয়েই এগিয়ে যাবে রাহুল ব্যানার্জীর পরিচালনায়, দেব – রুক্মিণীর অভিনয় সিনেমা কিসমিস।
ঘাটালে বিপুল ভোটে জেতা তৃণমূলের সাংসদ সেইসঙ্গে আবার দিদির অত্যন্ত কাছের মানুষ দেব হাঁটলেন বামেদের মিছিলে! সম্প্রতি এমনই দৃশ্যাবলী দেখানো হয়েছে অরিজিৎ সিং এর গলায় গাওয়া গান,’ অবশেষে ‘এর একটি অংশে। সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে।” কি যায় আসে মন খারাপে, ” গানটি অত্যন্ত যত্ন সহকারে যে প্রতিটি দৃশ্য তুলে ধরা হয়েছে গানের দৃশ্য গুলি দেখেই বেশ বোঝা যাচ্ছে। তিলোত্তমার এক পুরনো রূপ দেওয়া হয়েছে এই গানের মাধ্যমে। তাই গান দেখে নস্টালজিক হয়ে পড়ার খুব বেশি চান্স রয়েছে।
পুরনো কলকাতার বুকে সে এক মন ভালো করা প্রেমের কাহিনীকে পর্দায় ফুটিয়ে তোলা হবে। যেখানে সরু অলিগলিতে দুই তরুণ তরুণীর আদর থেকে শুরু থেকে প্রেমিকের ঠোঁট থেকে সিগারেট ফেলে দেওয়া প্রতিটি দৃশ্যেই যেনো এক মিষ্টি প্রেমের কাহিনীকে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আটের দশকের মন তোলপাড় করা এক ভালোবাসার কাহিনী শোনাতে আসছে রাহুল ব্যানার্জীর কিশমিশ। সেখানে দেব – রুক্মিণীর অভিনয় যে আদতেই দুর্দান্ত হতে চলেছে বেশ বোঝা যাচ্ছে।
২০২২ সালের ২৯ এপ্রিল ছবি মুক্তি পেতে চলেছে। আগের বছর জুটি মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরে ছবির শুটিং এর কাজ শুরু করেছিলেন। ছবিতে আরও অনেকেই অভিনয় করছেন। সেইসঙ্গে দেবের ওজন কমাতে হয়েছে ছবির প্রয়োজনে। ছবিতে একসাথে এক অদ্ভুত মিশ্রণ দেখা যাবে, একদিকে পুরনো শহরের সেই প্রেম, আর একদিকে বর্তমানে আধুনিক সময়ের প্রেম ও তার সাথে কামনা।