ছোট থেকে অভিনয় করবার জন্য স্কুলে কেউ মিশতো না এনা সাহার সাথে, আক্ষেপ অভিনেত্রীর

মানুষ যখন বিখ্যাত হয়ে যান তখন গোটা দুনিয়া তার সামনে ঝুঁকে যায়, সকলেই তার পদানত হয়! কিন্তু যতক্ষণ মানুষ বিখ্যাত হন না ততক্ষণ তাকে নানান রকম সমালোচনা সহ্য করতে হয়, মানুষের নানান রকম কটাক্ষ হাসি মুখে মেনে নিতে হয় ঠিক যেমনটা হয়েছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এনা সাহার ক্ষেত্রে। বর্তমানে ‘বোঝেনা সে বোঝেনা’,‘ চিরদিনই তুমি যে আমার ২’, ‘চিনেবাদাম’, ‘রাজকাহিনী’, ‘ভূত চতুর্দশী’,‘এস এস কলকাতা’র মত জনপ্রিয় ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। অভিনয়ের সাথে সাথে সমানতালে প্রযোজনাও করেন তিনি।
আরও পড়ুন: ১১ বছর পর বলিউডে আবার টুইঙ্কল খান্না! বিপরীতে কি তবে থাকছেন অক্ষয় কুমার?
কিন্তু এখনকার জনপ্রিয় এই অভিনেত্রীই একটা সময় সবচেয়ে বেশি নিঃসঙ্গ ছিলেন। কারণ তিনি অভিনয় করতেন বলে কেউ তাকে বুঝতো না, সবাই ভাবতো খারাপ কাজ করেন তিনি, তাই কেউ তার সাথে মিশতেন না। এভাবেই নিজের আক্ষেপের কথা জানিয়েছেন এনা! পেশা নিয়ে লক্ষ লক্ষ মানুষের কটাক্ষ সহ্য করতে হয়েছে বলে ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে প্রকাশ্যেই আক্ষেপ করেছেন প্রযোজক ও অভিনেত্রী এনা। নিজের ছোটবেলাকার কথা বলেন তিনি,“খুব ছোট থেকেই অভিনয়ে। অভিভাবকরা বুঝতে পারতেন না এটা আমার পেশা। ভাবতেন খারাপ কোন কাজ করছি। তাই তাদের মেয়েদের মিশতে দিতেন না আমার সঙ্গে।”
অভিনেত্রীর কথার সঙ্গে সহমত পোষণ করেছেন তার মা বনানী সাহাও। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে তিনি জানিয়েছেন ছোটবেলা থেকেই তার বড় মেয়ে বিভিন্ন নাচের অনুষ্ঠান করতো, তখন থেকেই ইন্ডাস্ট্রির নজরে চলে আসে সে। প্রযোজকরা বনানীর সাথে যোগাযোগ করেন এনাকে অভিনয়ে আনবার জন্য। আপত্তি করেননি বনানী কিন্তু এই একটি কারণের জন্য ছোটবেলা থেকে স্কুলে তার কোন বন্ধু ছিল না।
ছোট থেকেই নানা মাধ্যমে কাজ করতে করতে নবম শ্রেণীতে প্রথম বড় পর্দাতে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। এর পর একটার পর একটা কাজ হাতে আসতে শুরু করে তার, আর তাকে কখনো পিছনে ফিরতে হয়নি।
‘চিনেবাদাম’ ছবির নায়িকা- প্রযোজক এনা একাধিক শেডের চরিত্রে অভিনয় করে রীতিমতো মুগ্ধ করে দিয়েছেন দর্শকদের। ছোটপর্দার একটি ধারাবাহিক ‘সুভাষিনী’তে নাম ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
ছোটবেলায় পেশার জন্য বন্ধুহীন জীবন যাপনের আক্ষেপের কথা জানালেও এখন তিনি বলেন, “এখন মনে হয় যা হয় তা ভালোর জন্যই হয়।” সকলের সামনে আরো একটি কথা হাসতে হাসতে বলেছিলেন এনা, ।প্রেম দিবসের দিনে নাকি একসাথে ১৪ হাজার ছেলে তাকে বলেছিলো ‘ভালোবাসি’। প্রসঙ্গত উল্লেখ্য, পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ সিনেমাতেও খুব শীঘ্রই দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।