গসিপ

‘আদর আমার শরীরের কোথায় হাত দিয়েছে তা নিয়েও কটূক্তি? এর চাইতে পোষ্য ভালো!’ বিস্ফোরক মন্তব্য শ্রীলেখার

বরাবরই প্রতিবাদী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কখনো টলিউডের অন্দরে থাকা নেপোটিজম নিয়ে বক্তব্য রাখেন তিনি, স্পষ্টই দাবি করেন টলিউডে নেপোটিজম আছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জী ও ঋতুপর্ণার দিকে সরাসরি আঙুল‌ও তোলেন তিনি। অন্নদাতার মত ছবি সুপার ডুপার হিট হওয়ার পরেও কেন শ্রীলেখাকে টলিউডে আর প্রধান নায়িকার ভূমিকায় ছবি দেওয়া হল না তা ব্যাখ্যা করতে গিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জী এবং ঋতুপর্ণা কে দায়ী করেছিলেন শ্রীলেখা, স্পষ্ট বলেন প্রতিভা থাকা সত্ত্বেও তার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করা হয়েছে, প্রসেনজিৎ ও ঋতুপর্ণার বিরুদ্ধে বললে টলিউডের কেউ তার পাশে দাঁড়াবে না জেনেও তার মধ্যে এই নিয়ে কোন রকম ভয় ডর কাজ করেনি।

আরও পড়ুন: রোজ নতুন নতুন পুরুষের সাথে সঙ্গমের ফলে দেহে পোকা হয়ে বেদনাদায়ক মৃত্যু হয় সুন্দরী এই অভিনেত্রীর!

এরপর যখন বেশি বয়সে দেবশ্রী সর্বজয়া ধারাবাহিকে প্রধান ভূমিকায় কাজ করার জন্য বাসি রসগোল্লা বলে ট্রোল হচ্ছেন, তখন কেউ যখন তার পাশে দাঁড়ায়নি, তখন দেবশ্রীর হয়ে কলম ধরেছেন শ্রীলেখা‌ই। আবার রূপঙ্কর বাগচী কে নিয়ে অতিরিক্ত পরিমাণে ট্রোল করার সময় ট্রোলারদের অনুরোধ করেছেন, এবার বন্ধ করুন, রূপঙ্কর দা যদি কিছু করে বসেন তাহলে নিজেকে ক্ষমা করতে পারবেন তো?- অভিনেত্রী এও দাবি করেন যে রূপঙ্কর বাগচীর সাথে তার কোনো রকম পরিচিতি না থাকা সত্ত্বেও তিনি মানবিকতার খাতিরেই এই কথা বলেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন তিনি। তার অভিনয় আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়িয়েছে, ছাদ নামের একটি ছবি পরিচালনা‌ও করেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রীকে একটি ছবি পোস্ট করতে দেখা গেল, পশুপ্রেমী হিসেবে বরাবরই নামডাক আছে তার, লকডাউনে নিজের পশুদের সাথে সাথে রাস্তার কুকুরদেরকেও খাইয়েছেন তিনি, সম্প্রতি আদরের সাথে তাকে একটি ছবি পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে।

আরও পড়ুন: বিচ্ছেদ আসন্ন অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের! বিয়ে করবেন খুব শীঘ্রই নৃত্য শিল্পী অর্ণব ব্যানার্জিকে!

মা শ্রীলেখার কোল ঘেঁষে আছে আদর, একগাল হেসে ওঠে সে আর সেই মুহূর্তেই ক্যামেরার ক্লিক হয়, মুহূর্ত বন্দি হয়ে যায়। এই ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী লেখেন,“ পুরুষদের যত বেশি দেখি, ততো বেশি করে ভালোবেসে ফেলি আমার কুকুরদের” কিন্তু কেন পুরুষের প্রতি এমন মন্তব্য অভিনেত্রীর? অভিনেত্রী জানান এই মন্তব্য শুধু পার্টিকুলার ভাবে পুরুষের জন্য নয়, নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য। নিজের কথার ব্যাখ্যা করে শ্রীলেখা এবার বলেন,“আমি যে শুধু পুরুষদের কথা বলতে চেয়েছি তা নয়। ফেসবুকে এমন অনেক নারী ও আছেন যারা আমাকে নোংরা কথা বলতে ছাড়েন না। আসলে এখানে মেন অর্থে আমি মানুষ বোঝাতে চেয়েছি। আমার আদর এত মিষ্টি হাসছে সেই কথা না বলে আমার শরীরের কোন অংশে ওর হাত পৌঁছেছে তা নিয়ে কটুক্তি করছে লোকে। এজন্যই আমার মনে হয় মানুষের চেয়ে আমার পোষ্যরা অনেক ভালো।”

Related Articles

Back to top button