গসিপ

সুপারস্টার নুসরত জাহানের সঙ্গে একঘরে থাকবেন শিল্পার জেলখাটা স্বামী রাজ কুন্দ্রা! এবারে বিগ বস সিজন ১৬ তে মুখোমুখি হতে চলেছেন টলিউডের নুসরাত জাহান এবং বলিউডের শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা

খুব শীঘ্রই আসতে চলেছে হিন্দি রিয়ালিটি শো এর জগতের সবচেয়ে জনপ্রিয় শো বিগ বস সিজন ১৬। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এ বছর নাকি বিগ বস আরো জমজমাট হতে চলেছে আরো নতুন বিতর্ক আসতে চলেছে শোনা গিয়েছে এ বছর বাংলা থেকে নাকি অনেক অভিনেত্রীরাই প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করতে চলেছে। আর সেই তালিকাতে ইতিমধ্যে নাম উঠে এসেছে ঋতাভরী চক্রবর্তী মনামী ঘোষ এবং নুসরাত জাহান এর। যদিও এই সম্পর্কে নুসরাত এখনো কিছুই জানাননি।

সংবাদমাধ্যমে তিনি জানান “যদি তেমন কিছু হয়, তাহলে তা চ্যানেলের তরফ থেকে ঘোষণা করা হবে।” তাছাড়া কালার্স টিভি অফিসিয়ালি এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে নারাজ। এছাড়াও শোনা যাচ্ছে, এবারের সিজনে নাকি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাও অংশ নিতে চলেছেন। রাজ ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সকলেই নিজের মতো করে গোটা ঘটনাটি ব্যাখ্যা করেছেন।

এবার রাজের দিকটাও সকলের জানা দরকার। সত্যিটা সকলের সামনে তুলে ধরার জন্যই তিনি এই শোতে যাওয়ার কথা ভাবছেন।” প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ সালে জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন রাজ। পর্ণগ্রাফি কাণ্ডে তার নাম জড়িয়েছিল। এরপর সেপ্টেম্বর মাসে তিনি জামিন পান। গতবছর রাজ যেই সময় গ্রেফতার হয়েছিলেন সেই সময় বিগ বস সিজন ১৫ এর প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলন শিল্পা শেঠীর বোন শামিতা শেঠী।

বর্তমানে রাজ কুন্দ্রা একেবারেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। বাইরে বেরোন না, সোশ্যাল মিডিয়াতেও খুব একটা অ্যাক্টিভ থাকেন না। অনেক দিন পর শিল্পা শেঠির জন্মদিনে একটি টুইট করেছিলেন “শুভ জন্মদিন। আমার জীবনসঙ্গীকে আমি আজীবন ভালোবেসে যাব।” “আমি চাই, তুমি জীবনের পথে এগিয়ে যাও। আরও এগিয়ে যাও। তুমি যে রকম, সেরকমই থেকো। তুমি দয়াশীল। আর তোমার এই অভ্যাসই এই দুনিয়াকে বদলে দিতে পারে।”

Related Articles

Back to top button