‘বলিউডে কম টাকায় কাজ করেন’, এই অভিযোগের বিরুদ্ধে অবশেষে মুখ খুললেন টোটা

বর্তমানে বলিউডেও রীতিমতো দাপটের সঙ্গে কাজ করে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পুষ্পরাগ রায়চৌধুরী। ভাবছেন তো কে ইনি? ইনি শ্রীময়ীর রোহিত সেন। হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি যে, টোটা রায়চৌধুরীর আসল নামই পুষ্পরাগ রায়চৌধুরী। একসময়কার বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই মুখ বর্তমানেও টলিউড ও বলিউড দাপিয়ে কাজ করে চলেছেন। তার জীবনের উত্থানের গল্পটা ও যেন সিনেমার মতো। প্রভাত রায় পরিচালিত দুরন্ত প্রেম ছবির মধ্যে দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে তার অভিষেক ঘটেছিল, পরবর্তীতে বহু জনপ্রিয় ছায়াছবির নায়ক ও খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চোখের বালিতে বিহারীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন একসময়, আজও তার অভিনীত চরিত্র রোহিত সেনের অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। তবে এখন আর তিনি শুধু বাংলাতে আটকে নেই, মুম্বইতেও পাড়ি দিতে হয় তাকে। টেলিভিশন, সিনেমা, ওয়েব সিরিজ সবমিলিয়ে সারা বছরজুড়েই তার ব্যস্ততা। সম্প্রতি টলিউডের অভিনেতাদের বলিউডে কাজ করতে যাওয়া প্রসঙ্গে যে সমালোচনার সৃষ্টি হয়েছিল তার বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেতা।
আরও পড়ুন: বিহারের আকাশ সিং হুনরবাজ এর বিজয়ীর খেতাব জিতেছেন, পুরস্কার স্বরূপ পেয়েছেন ১৫ লাখ টাকা!
দীর্ঘদিন ধরেই টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় টলিউডের অভিনেতাদের বলিউডে কাজ করতে যাওয়া প্রসঙ্গে নানান রকমের সমালোচনা। কিছুদিন আগেই টলিউড ইন্ড্রাস্ট্রির কিছু মানুষ দাবি করেছিলেন, কম টাকায় কাজ করানোর সুযোগ থাকার কারণেই টলিউড থেকে অভিনেতাদের বলিউডে নিয়ে যাওয়া হয়। অবশেষে এই প্রসঙ্গেই মুখ খুললেন টোটা।অভিনেতার কথায়, “টলিউডের বেশিরভাগ মানুষের রাশি যে কর্কট, আমি জানি। সেটা তাদের কাঁকড়াপনা দেখলেই বোঝা যায়।” কম পারিশ্রমিক প্রসঙ্গে অভিনেতার সটান উত্তর,“ ওরা জানেনই না যে সর্বভারতীয় স্তরে যা পারিশ্রমিক সেটাই আমরা পাই বা নিই। ওদের মাথাতেও আসে না কলকাতা থেকে অভিনেতা নিয়ে যাওয়ার খরচা বেশি। থাকা, খাওয়া, সব মিলিয়ে। বলিউডের থেকে শিল্পী নিলে বরং কম খরচে হয়ে যায়। তবুও ওরা আমাদের ডাকেন, কাজের মান দেখে।”
বলিউডে কাজ করতে গেলে যোগ্যতার প্রয়োজন, একথা বোঝাতে অভিনেতা বলেন, “মুম্বাইতে কাজ করতে গেলে এ লিস্ট ছাড়া সকলকেই অডিশন দিতে হয়। ১৫-২০ জন শিল্পী শুধুমাত্র একটা দৃশ্যের কাজের জন্য লাইন দেন। সেখানে কলকাতার শিল্পীরা সুযোগ পান, মানে তাদের সেই গুণগতমান রয়েছে কাজের। তারা দর্শকদের মনে স্থান করতে পারে সহজে। তাই সুযোগ আসে।”
আরও পড়ুন: সুদীপের থেকে ২৪ বছরের ছোট পৃথা, ডিভোর্সি পাত্রের সাথে মেয়ের বিয়ে নিয়ে সিক্রেট ফাঁস করলেন মা!
বলিউডের থেকে টলিউডের অভিনেতারা অনেক দ্রুততার সাথে কাজ করেন বলেই বলিউডে কলকাতার শিল্পীদের কদর বাড়ছে বলে দাবি করেন অভিনেতা। টোটার কথায়,“ বলিউড এখন ফ্রেশ মুখ চাইছে, যারা খুব সহজে যে কোন চরিত্রে অভিনয় করতে পারবেন। বাংলা ছবি ১৮-২০ দিনের মধ্যে শুটিং করা হয়ে যায়। সেখানে মুম্বইয়ে ৬০ দিন লাগে। আমরা কাজের দিক থেকে অনেক এগিয়ে।”