গসিপ

৫২ কোটির সম্প্রতি থাকা সত্ত্বেও গ্রামের বাড়িতে থাকেন অরিজিৎ সিং

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংকে সকলেই এক নামে চেনেন। তার গলার জাদুতে সকলেই মুগ্ধ হয়ে যান। ২৫ শে এপ্রিল তার জন্মদিন, তাই এই দিনটি অরিজিৎ ভক্তদের কাছে একটি বিরাট বড় দিন। জনপ্রিয় স্বনামধন্য গায়ক অরিজিৎ সিং বর্তমানে ৩৫ বছরে পা দিলেন। অরিজিৎ মুর্শিদাবাদের ছেলে। ১৯৮৭ সালের ২৫শে এপ্রিল মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্ম হয়েছিল তার। তার অসংখ্য ভক্ত এবং ফ্যান ফলোয়ার্সরা সব সময় তার বিষয়ে জানবার জন্য মুখিয়ে থাকেন আজকের প্রতিবেদনটি তাই সেই সব ভক্তদের জন্যই লেখা।

আরও পড়ুন: দুধের শিশু ঈশানকে অনেক রাত অবধি জাগিয়ে রাখতেন যশ! কেন নিজের সন্তানের সাথে এমন কঠিন আচরণ তার?

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শো তে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন তিনি যদিও জিততে পারেননি সেখানে। এরপর ২০০৯ এ মার্ডার টু সিনেমার ‘ফির মহব্বত’ গানটির মাধ্যমে বলিউডে জগতে প্রবেশ ঘটে তার। যদিও এই সিনেমাটি রিলিজ করেছিল তার‌‌ও দুবছর পরে ২০১১ সালে। পরবর্তীতে হিন্দি বাংলা মিলিয়ে প্রচুর গান গেয়েছেন তিনি, বর্তমানে এখনো পর্যন্ত ৫০০ র ও বেশি সিনেমায় হিন্দি গান গেয়েছেন অরিজিৎ আর ১৫০ র‌ও বেশি বাংলা গান গেয়েছেন তিনি, এছাড়া অন্যান্য ভাষাতেও গান গেয়েছেন গায়ক। একবার একটি সাক্ষাৎকারে গায়ক নিজে বলেছিলেন এখনো পর্যন্ত তার ৩০০র‌ও বেশি গান রয়েছে যা বিভিন্ন সিনেমায় ব্যবহার করা হবে।

বর্তমানে অরিজিৎ সিং ভারতের একমাত্র তিনি এক একটি লাইভ প্রোগ্রাম করবার জন্য কোটি টাকার বেশি টাকা নিয়ে থাকেন। অথচ অত্যন্ত বড় মাপের এই শিল্পী খুব সাধারণ জীবন যাপন করতে‌ই ভালোবাসেন। এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় ও ব্যস্ততম শিল্পী হওয়ার পরেও কাজ না থাকলে তিনি গ্রামের বাড়িতেই থাকেন। মুম্বাইতে তার বাড়িটির দাম‌ই ৮ কোটি টাকা। এর সাথে তার অসংখ্য গাড়ি রয়েছে, Hummer, Range Rover, Mercedes Benz-এর মতো গাড়ি রয়েছে তার। যার মূল্য বর্তমানে দুই কোটি টাকারও বেশি।

আরও পড়ুন: “কিন্তু ওই কাজ করে আমি টাকা পেয়েছি” – বিতর্কিত পানমশলার বিজ্ঞাপন নিয়ে মুখ খিলেছিলেন বিগ বি !

বর্তমানে একটি গানের জন্য অরিজিৎ ১৮ থেকে ২০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আগে লাইভ পারফরম্যান্স করতে গেলে তিনি ৩০ থেকে ৫০ লাখ টাকা নিতেন তবে বর্তমানে সেই টাকাটা বেড়ে গিয়ে হয়ে দাঁড়িয়েছে এক থেকে দেড় কোটি টাকা। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপন ও ব্রান্ড থেকে তার আয় হয় প্রায় ৫ লাখ টাকা।অরিজিৎ সিং এর মোট সম্পত্তির পরিমাণ ৫২ কোটি টাকা।

উল্লেখ্য, গায়ক ২০১৪ সালে বিয়ে করেন। নিজের ছোটবেলাকার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। যদিও এটি তার প্রথম বিয়ে নয়, এর আগে তার একটি বিয়ে হয়েছিলো, যেটি সুখকর হয়নি, তাই ২০১৩ সালে ডিভোর্স করে নেন তিনি।

Related Articles

Back to top button