‘আমার দু’জন বাবাকে নিয়ে আমি খুব খুশি’ – প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর স্ত্রী সংযুক্তার কটাক্ষে মুখ খুললেন অভিনেত্রী তৃণা সাহা

প্রয়াত বাংলা তারকা অভিষেক চট্টোপাধ্যায়। যাঁর মৃত্যুর পর থেকে স্ত্রী সংযুক্তা যেনো একের পর একজনকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একহাত নিচ্ছেন। একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি। ঘটনার সূত্রপাত হয়েছিল অন স্ক্রিনে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো ‘এর নায়িকা তৃণা সাহাকে ঘিরে। সম্প্রতি অভিনেতার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, অভিনেতার স্ত্রী , মেয়ে এবং সেইসঙ্গে পর্দার মেয়ে তৃণা সাহা।
অভিনেতার শেষ ছবি পঞ্চভূজের ট্রেলার লঞ্চের দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জল ভেজা চোখে আবেগপ্রবণ হয়ে পড়ে কিছু স্মৃতি তুলে ধরেছিলেন অভিনেত্রী তৃণা সাহা। যেখানে তিনি শুটিং ফ্লোরে স্বর্গীয় অভিষেকের সাথে একেবারে বাবা মেয়ের খুনসুটির একের পর এক স্মৃতি তুলে ধরেছিলেন। তার সাথে সাথে বলেছিলেন, অভিনেতা চাইতেন তাঁর নিজের মেয়ে যেনো তৃণার মতো হয় বড়ো হয়ে। এই মন্তব্যের পর থেকেই অভিনেতার স্ত্রী সংযুক্তা মোটেই ভালো চোখে দেখিননি অভিনেত্রীর এই মন্তব্যকে। তিনি সোশ্যাল মিডিয়ায় তৃনাকে রীতিমতো একহাত নিয়েছেন একটি পোস্টের মাধ্যমে।
তিন দিন আগে অভিষেকের স্ত্রী সংযুক্তা অভিষেকের ফেসবুকের পেজ থেকে একটি বড়সড় পোস্ট লেখেন যেখানে তিনি পড়াশোনার ক্ষেত্রে তাঁদের একমাত্র মেয়ে ডল কতোটা সফল তার হিসেব তুলে ধরেছেন, সাথে সাথে তিনি আরও লিখেছেন, অভিষেক ওর মেয়েকে মেয়ে যেমন সেভাবেই ভালোবাসতো, কখনোই চায়নি ওর মেয়ে অন্য কারোর মতো বেড়ে উঠবে। আরও লেখেন তিনি, “আমরা দুজনেই আমাদের সন্তানকে নিয়ে গর্ব করি, আর চাইনা আমাদের মেয়ে অন্য কারোর মতো হবে।”তারপরেই তিনি আরও একটি বাক্যতে বুঝিয়ে দিয়েছেন তিনি ঠিক কাকে বোঝাতে চেয়েছেন। তিনি লিখেছেন, “একজন ওঁর সহ অভিনেতা দাবি করেছে, অভিষেক চাইতো আমাদের মেয়ে ওর মতো হবে। ”
আরও পড়ুন: বিয়ের বছর ঘুরতে ঘুরতেই কি মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ? জল্পনা সোশ্যাল মিডিয়া জুড়ে
তারপরেই ভক্তদের আর বুঝতে বাকি থাকেনা সংযুক্তা ঠিক কোন অভিনেত্রী কে বোঝাতে চেয়েছেন তাঁর এই পোস্টের মাধ্যমে। সংবাদমাধ্যমের পক্ষ থেকে অভিনেত্রী তৃণা সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি এই কথার উপযুক্ত জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি এই বিষয় নিয়ে অতিরিক্ত কথা বাড়িয়ে নিয়ে যেতে একেবারেই ইচ্ছুক নন। বিষয়টি অনেক বাড়াবাড়ির জায়গায় চলে গিয়েছে। আর আমার থেকে উনি বয়সে বড়। আর সন্তান সবার কাছেই গর্বের বিষয়।
তারপরেই তিনি নিজের মন্তব্য নিয়ে বলেন, কাজের সুত্রে সকলের সাথেই পরিবারের মত সম্পর্ক গড়ে ওঠে। একসাথে আড্ডা, খাওয়া দাওয়ার মাধ্যমে। আমি কখনোই অভিষেক দার মেয়ে হয়ে ওঠার কোনো চেষ্টা করিনি। আর একসাথে খাওয়ার অর্থ মেয়ে হয়ে ওঠা নয়। তার সাথে সাথে তিনি আরও বলেন, যে তাঁর নিজের বাবা ও শ্বশুর মশাই আছেন তাই তিনি নিজের দুজন বাবাকে নিয়েই খুব খুশিতে রয়েছেন।