রেখাকে হাসপাতালের গেট থেকেই তাড়িয়ে দেন অসুস্থ বিগ বির স্ত্রী জয়া বচ্চন! এই চরম অপমান মেনে নিতে পারেননি অভিনেত্রী, সারা রাত কেঁদেছিলেন সুপারস্টার রেখা

বলিউডের জনপ্রিয় অভিনেতা বিগ বি ওরফে অমিতাভ বচ্চন। এই অভিনেতা সম্পর্কে আলাদা করে বলবার মতো আর কিছু থাকে না। একটা দীর্ঘ সময়কাল ধরে দর্শকদের দিয়ে গেছেন একের পর এক হিটস। তার স্ত্রী জয়া বচ্চন টলিউড এবং বলিউডের অন্যতম এক বিখ্যাত অভিনেত্রী। বিগ বির স্ত্রী জয়া বচ্চন একাধিকবার জনপ্রিয় অভিনেত্রী রেখাকে অপমানিত করেন। এমনই একবার এত অপমানিত হয়েছিলেন রেখা যে সারারাত কেঁদেছিলেন তিনি। ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। জানেন কি সেই কারণ? অমিতাভ কে নিয়ে চলেছিল জোরদার লড়াই।
১৯৮৩ সালে “কুলি” সিনেমার শুটিং এর সময় গুরুতরভাবে আহত হন অমিতাভ। সেই কারণে তাকে হসপিটালাইজড করতে হয়েছিল। অভিনেতা এতটাই জখম হয়েছিলেন যে তার জীবন মৃত্যুর সংশয় চলে এসেছিল। সেই সময় তার প্রেমিকা তাকে হাসপাতালে দেখতে যান। তৎকালীন সময় এই প্রেমিকা ছিলেন রেখা। তবে হাসপাতালের তাকে ঢুকতেই দেননি, জয়া বচ্চন। গেট থেকে তাড়িয়ে দেন তাকে। এই ঘটনার পরে এই চরম অপমানিত হয়েছিলেন রেখা এবং সারা রাত কেঁদেছিলেন।
প্রসঙ্গত অমিতাভ এবং রেখার প্রেম কাহিনীর কথা আশা করছি সকলেই জানেন। রঙিন পর্দায় তাদের প্রেম কাহিনী ঠিক যতটা মধুর ততটাই কঠিন ছিল বাস্তব জীবনে। অমিতাভের জীবনে জয়ার আসার আগে রেখা আর অমিতাভের প্রেম কাহিনী ছিল মধুর। তবে বিয়ে হয়ে জয়া আসার পর এই ত্রিকোণ প্রেম কাহিনী কঠিন হয়ে পরে বাস্তবে।