গসিপ

বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে ভেঙেছিল দ্বিতীয় বিয়ে? জেনে নিন প্রসেনজিতের প্রাক্তন স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতার বর্তমান অবস্থা

বাঙ্গালীদের কাছে বিনোদনের কথা উঠলে, প্রথমেই যে কথাটি আসে সেটা হল সিনেমা। আর এই সিনেমায় যে মানুষটি সবচেয়ে বেশি রাজ করেছেন তিনি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জী। কমার্শিয়াল ছবি দিয়ে তিনি ক্যারিয়ার জীবন শুরু করলেও তার অভিনয়ে মুগ্ধ হয়েছে আজকের বাঙালি মানুষজন।

এই মানুষটি টলিউডের ইন্ডাস্ট্রি নামেও পরিচিতি লাভ করেছে। উত্তম কুমারের প্রয়ানের পর যখন বাংলা সিনেমা একদমই শেষ হয়ে যেতে বসেছিল সেই সময়েই হাল ধরেছিলেন প্রসেনজিৎ। সেই সময় নায়ক মানেই সকলের মুখে একটাই নাম প্রসেনজিৎ। তবে অভিনয়ের জন্য চিরকাল প্রশংসা পেলেও এর পাশাপাশি অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা বেশ ভালোই চলে।

এই অভিনেতা ব্যক্তিগত জীবনে তিনবার বিবাহ করেন। প্রথমবার তার বিয়ে হয় দেবশ্রী রায়ের সাথে। বিয়ের কিছুদিন আগে প্রসেনজিতের সাথে দেবশ্রী রায়ের প্রেমের সম্পর্ক ঘটে। তারপর তারা ১৯৯২ সালে বিয়ে করে। কিছুদিন যেতে না যেতেই তাদের বিবাহের সম্পর্ক ভেঙে যায়। জানা যায় বিয়ের পর দেবশ্রীকে নাকি প্রসেনজিৎ অভিনয় ছাড়তে বলেছিলেন। সেই সময় দেবশ্রী রায় একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন। দেবশ্রী অভিনয় না ছাড়াই তাদের সম্পর্কে ভাঙ্গন ঘটে।

এরপর কয়েক বছর যেতে না যেতেই দ্বিতীয়বার অপর্ণা গুহ ঠাকুরতার (Aparna Guha Thakurta) সাথে সাত প্যাকে বাঁধা পরেন প্রসেনজিৎ। বিয়ের পর এক কন্যা সন্তানও হয়, কিন্তু সংসারটা শেষ পর্যন্ত টেকেনি। দ্বিতীয় বিয়েও ভেঙে যায়। জানা যায় সেই সময় ঘরে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও নবাগত অভিনেত্রীদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন প্রসেনজিৎ চ্যাটার্জী। সেই কারণেই দ্বিতীয় বিয়েটাও তার ভেঙ্গে যায়। ২০০২ সালে প্রসেনজিতের কাছে থেকে মেয়ে প্রেরণাকে নিয়ে আলাদা হয়ে যান অপর্না। অপর্ণার সাথে বিচ্ছেদের পর অর্পিতা পাল এর সাথে প্রসেনজিৎ চ্যাটার্জীর বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি সন্তান হয় তৃষাণজিৎ। এখন তাদের বেশ সুখের সংসার।

Related Articles

Back to top button