টুম্পা সোনা খ্যাত অভিনেত্রী সুমনা দাস কোথায় হারিয়ে গেলেন? একটি গানের জনপ্রিয়তা শেষ করে দিল তার ক্যারিয়ার?

“ও টুম্পা সোনা” গানটি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল একটা সময়। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন পিকনিক , পার্টি পর্যন্ত রমরমে চলেছে এই গানটি। ইউটিউবে প্রায় ১৮ লক্ষ মানুষ গানটিকে পছন্দ করেছিল। শেয়ার করেছিলেন প্রচুর মানুষ। একপ্রকার সেনসেশন ছিলেন অভিনেত্রী। তবে এত জনপ্রিয়তার পর হঠাৎই হারিয়ে যান তিনি। আসলে ব্যাপারটা ঠিক তা নয়। নতুন রূপে নতুন সাজে দর্শকদের কাছে ফিরবেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী দুঃখ প্রকাশ করেন, মানুষ হয়তো তাকে ভুলেই গেছে। তবে এবার টুম্পা সোনা নয় এক নতুন পরিচয়ে পরিচিত হতে চান সুমনা। টুম্পার থেকে বেরিয়ে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাইছেন তিনি।
মানুষ প্রায় একপ্রকার টুম্পা চরিত্রের মধ্যে আটকে রেখেছিলেন অভিনেত্রীকে। একদিকে টুম্পার প্রতি এই ভালোবাসা যেমন অভিনেত্রী খুব এনজয় করেছেন আবার অন্যদিকে বিভিন্ন চরিত্রের কাজের ক্ষেত্রে তার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছিল টুম্পা চরিত্র। তাই এই বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার বড় পর্দায় কাজের মাধ্যমে মানুষের কাছে আসবেন তিনি।
জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস এর বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন সুমনা। “বিষাক্ত মানুষ” সিনেমার মধ্য দিয়েই তার এই ফিরে আসা। অভিনেত্রী জানান এখানে তিনি একটি মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করছেন। এর সাথে টুম্পার চরিত্রের আকাশ পাতাল পার্থক্য। একদমই একটি সাদামাটা মেয়ে তিনি এখানে যা দর্শকদের আরো কাছে পৌঁছে যাবে বলে আশাবাদী অভিনেত্রী। সৌরভের সাথে এর আগেও বেশ কয়েকটি কাজ করেছেন সুমনা, তবে তা অন্যভাবে পুরস্কৃত হলেও মানুষের কাছে পৌঁছাতে পারেন। এই নতুন সিনেমা বিষাক্ত মানুষ নিয়ে যথেষ্ট আশা রাখছেন অভিনেত্রী।
সিনেমার বিষয় সম্পর্কে অভিনেত্রী বলেন নিক্রোফিলিয়ার মত ভয়াবহ অসুখ নিয়ে কাজ হয়েছে এই সিনেমায়। একটি মানুষেরই ভিতরে বিভিন্ন ধরনের স্তর দেখানো হবে। এমন একটি বিষয় নিয়ে এত বড় একটি প্রজেক্ট এই প্রথম হতে চলেছে বলে যারা অভিনেত্রী। অভিনেত্রী মনে করেন এই সিনেমার মধ্য দিয়ে সাধারণ মানুষ নেক্রফিলিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সাক্ষাৎকারে অভিনেত্রী দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ জানান যে তারা যেন টুম্পার পাশাপাশি সুমনার অভিনয় কেও ভালোবাসা দেন।