গসিপ

উপন্যাস থেকে শুরু করে মনোবিজ্ঞানের বই লিখেছেন রোদ্দুর রায়!রোদ্দুর রায়ের কুৎসিত গালিগালাজ কি তার গবেষণার‌ই অঙ্গ?

রোদ্দুর রায়ের কুৎসিত গালিগালাজ নাকি তার গবেষণার‌ই অঙ্গ! মনে করেন একদল নেটিজেন!

বিতর্কিত গায়ক রোদ্দুর রায়কে অবশেষে গ্রেফতার করা হলো। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতেই গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। এই রোদ্দুর রায় বারংবার বিতর্কিত মন্তব্য করেছেন, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো কখনও রূপঙ্কর বাগচী কে নিয়ে। কিন্তু তার পুরো পরিচয় সেভাবে কেউ জানে না।

আরও পড়ুন: মাধ্যমিকে ৭৮.৫% নম্বর পেয়ে পাশ করা সায়েন্সের ছাত্র ছিলেন স্যান্ডি সাহা! স্নাতকোত্তর পাশ করেছেন তিনি! তার শিক্ষাগত যোগ্যতা শুনলে চোখ কপালে উঠবে আপনার

সব সময় কুৎসিত অশ্রাব্য ভাষা, গালিগালাজের মাধ্যমে ভিডিও করে থাকেন তিনি। তবে তার শিক্ষাগত যোগ্যতা শুনলে চমকে যেতে হয়। রামনগর কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন তিনি। তিনি খুব ভালো গিটার বাজাতে পারেন, এছাড়া কিছুদিন ডিজে হিসেবেও কাজ করেছেন।

একসময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো যে, তিনি যুবসমাজকে বিভ্রান্ত করছেন। রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে পড়ুয়ারা তাদের গায়ে রোদ্দুর রায়ের গান লিখেছিলেন, সেই সময় পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা রোদ্দুর রায়ের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের গানের প্যারোডি করে তিনি বেশিরভাগ সময় বিতর্কিত হন। এই প্রসঙ্গে তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তিনি রবীন্দ্রবিরোধী না রাবীন্দ্রিকতা বিরোধী? এর উত্তরে রোদ্দুর রায় বলেন, “দাদুর প্রতি আমার অসীম প্রেম” – বলাই বাহুল্য তার এই বক্তব্যে চটে যান রবীন্দ্রপ্রেমীরা।

আরও পড়ুন: দিন দিন কিয়ারা আডবাণীর থেকেও সুন্দর হয়ে উঠছেন শাহরুখ কন্যা সুহানা! মারকাটারি ফিগারে নেটিজেনদের রাতের ঘুম কাড়লেন শাহরুখ কন্যা, ভাইরাল ছবি

অনেকেই জানেন না, রোদ্দুর রায় একজন গবেষক ও। গবেষক হিসেবেও কাজ করেছেন তিনি। তার গবেষণার বিষয়বস্তু হল চেতনা বিজ্ঞান। অনেকেই বলেন যে, তিনি যে ধরনের ভাষা প্রয়োগ করেন এবং যে ধরনের গান বাজনা করেন তা তার গবেষণার-ই একটি অঙ্গ। এছাড়া মনোবিজ্ঞানের উপর একটি বই আছে রোদ্দুর রায়ের। মনোবিজ্ঞানের ওপর লেখা রোদ্দুর রায়ের সেই বইটির নাম হলো, ‘অ্যান্ড স্টেলা টার্নস এ মম’। এছাড়া বাংলায় একটি উপন্যাস‌ও লিখেছেন তিনি। সেই উপন্যাসটির নাম-‘মোক্সা রেনেসাঁ’। মোক্সা ঘরানার প্রতিষ্ঠাতা বলেও তিনি নিজেকে দাবি করেন।

দিল্লির নয়ডার আইটি সেক্টরে এক সময় কাজ করতেন তিনি, পরে সেখানকার চাকরি ছেড়ে আবার পড়াশোনা করতে শুরু করেন। সম্প্রতি রূপঙ্কর বাগচীকে নিয়ে তিনি কুৎসিত গালিগালাজ দিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন এর পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেন। মাননীয়া মুখ্যমন্ত্রীকে নিয়ে করা মন্তব্যের জন্যই মূলত গ্রেপ্তার হয়েছেন তিনি। অনেকেই জানেন না রোদ্দুর রায়ের আসল নাম কী? হ্যাঁ রোদ্দুর রায়ের আসল নাম অনির্বাণ রায়।

Related Articles

Back to top button