গসিপ

রনবীর কাপুর আলিয়া কে ডিভোর্স দিতে চলেছে! অভিনেতার বিয়ের সম্পর্ক বেশিদিন যে টিকবে না ভবিষ্যৎবাণী করলেন কমল আর খান

সম্প্রতি বলিউড থেকে শুরু করে সারা দেশ সাক্ষী হয়েছে এক হেভিওয়েট বিয়ের। রণবীর কাপুর এবং আলিয়া ভাট দীর্ঘদিন যাবত সম্পর্কে থাকার পর অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন। নিজেদের বাড়িতে রাজকীয় ভাবে ঘনিষ্ঠদের উপস্থিতিতে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পরেও বিয়ের টুকরো টুকরো দৃশ্য অনুরাগীদের সামনে চলে এসেছে। এমনকি জুটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিডিয়ার সামনে পোজ দিতে নিজেরাই হাজির হয়েছিলেন। তবে বিয়ে মিটে গেলেও বিয়ের পরে দুজনেই আবার যে যার কাজের জগতে ব্যস্ত হয়ে পড়েছেন সেই ছবিও সামনে এসেছে ক্যামেরার। এত গেলো বিয়ের ঘটনা কিন্তু বিয়ে হতে না হতেই শোনা যাচ্ছে এই জুটির বিয়ে নাকি মোটেই বেশিদিন টিকবে না!

আরও পড়ুন: বলিউডে খান-কুমার রা যেখানে কোটি কোটি টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন, সেখানে ছবির নায়িকা মেরে কেটে ১০ কোটি! প্রকাশ্যে অক্ষয় কুমারকে তোপ দেগেছিলেন কৃতি শ্যানন

খুব শিগগিরই ভেঙে চাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বহু নেটিজেনরা। এই প্রসঙ্গে ইতিমধ্যেই ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কমল আর খান নামের একটি পেজ থেকে একজন ব্যক্তি ভিডিওটি বানিয়েছেন। তিনি সামনে এনেছেন এমন কিছু তথ্য যা দেখে বেশ আন্দাজ করে নিয়েছেন বহু দর্শকরা এই বিয়ের সম্পর্ক বেশিদিন যে টিকবে না সেই সম্পর্কে। ভিডিওটিতে ওই ব্যক্তি দুজনের অতীত জীবন নিয়ে বহু তথ্যের উপস্থাপনা করেছেন এই বিষয়ে। তিনি জানিয়েছেন, প্রথম করণ জোহরের হাত ধরে, স্টুডেন্ট অব দি ইয়ার ছবিতে আলিয়ার সাথে বরুণ ধাওয়ানের সম্পর্ক গড়ে ওঠে । তবে সেই সম্পর্ক প্রথম প্রথম কিছুদিন ঠিকঠাক চললেও খুব বেশিদিন চলেনি সেই সম্পর্ক। তারপরেই অর্জুন কাপুরের সাথে টু স্টেটস নামের ছবির মাধ্যমে আলিয়া ও অর্জুনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপরেই বরুণ ধাওয়ানের সাথে সম্পর্কের ছেদ ঘটে।

তারপরেই আবার অভিনেত্রী কাপুর অ্যাণ্ড সন্স ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সাথে অভিনয় করার কারণে দুজনের মধ্যে ফের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তারপরে ব্রম্ভাত্র ছবির মাধ্যমে রণবীর কাপুরের সাথে পরিচয়ের পর থেকেই সিদ্ধার্থ মালহোত্রার সাথে সম্পর্কের ছেদ ঘটে। অন্যদিকে রণবীর কাপুরের ব্যক্তিগত জীবন দেখলে দেখা যাবে একাধিক অভিনেত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি তাঁদের তালিকায় রয়েছেন, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর এবং আরও অনেকে। হিসেব করে দেখলে অভিনেতার পূর্বে আরও ৩০০ থেকে ৪০০ জন গার্লফ্রেন্ড ছিল।

আরও পড়ুন: লাল-নীল-সবুজ রঙের ট্রেনের বগি, বিভিন্ন রকমের এই রঙের পেছনের আসল রহস্যটা ঠিক কি ?

অন্যদিকে আলিয়া ভাট নিজে মুখে স্বীকার করেছিলেন মাত্র ১৫ বছর বয়সে তিনি তার ভার্জিনিটি লুজ করেছিলেন , বর্তমান স্বামী রণবীর কাপুরের ক্ষেত্রেও একই বয়সে। অন্যদিকে রণবীর কাপুরের সাথে ভিডিওতে তুলনা করা হয়েছে সঞ্জয় দত্ত এবং আমির খান যাঁরা দুজনের এই বয়সে প্রচুর সম্পর্কে জড়িয়ে পড়েন এবং কেউই একবার বিবাহে স্থির থাকতে পারেননি। দুজনেরই তিনবার করে বিবাহ হয়েছে। ফলে এর থেকে একটা আন্দাজ পাওয়ায় যায় যে রণবীর কাপুর খুব বেশি হলেও ৫ থেকে ১০ বছর আলিয়া ভাটের সাথে বিবাহের সম্পর্কে থাকলেও অধিকাংশ নেটিজেনরা জানিয়েছেন তারপরেই দুজনের সম্পর্কের ইতি ঘটতে চলেছে। তবে সময় বলবে দুজনের সম্পর্কের ইতি ঘটবে নাকি সুখে সংসার করবেন। আপনারা দর্শকরা আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যান। আপনাদের ঠিক কি মনে হয় এই জুটির সম্পর্কে?

Related Articles

Back to top button