সৌরভের সামনেই যশের গায়ে ঢলে পড়লেন নুসরত! পরের বছর কাকে আনবেন-খোঁচা নেটিজেনদের

দাদাগিরি সিজন ৯ শুরুর পর থেকে প্রতি পর্বেই থাকছে নিত্যনতুন চমক। পূর্ববর্তী সাতটি সিজনের মতো এই সিজনেও সঞ্চালনার দায়িত্বে থাকছেন সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী। তবে এই পর্বে চমক বেশি তার কারণ এই সিজনে সাধারন প্রতিযোগীদের তুলনায় তারকাদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। খুব শীঘ্রই আবার দাদাগিরিতে এমন একটি পর্ব আসতে চলেছে যেখানে তারকা জুটিদের দেখা যাবে দাদাগিরির মঞ্চে আর এই তারকা জুটির পর্বেই দাদাগিরির মঞ্চে খেলতে আসছেন টলিউডের জনপ্রিয় দুই তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।
আরও পড়ুন: ঠাকুর ভেবে লিওনার্দোর মোনালিসাকেই মালা ও ধূপ দিলো গৌরী
নুসরতের ব্যক্তিগত জীবন, নিখিলের সাথে তার বিচ্ছেদ, যশ ও নুসরতের মধ্যে থাকা সম্পর্ক – এই সব বিষয়গুলো নিয়ে সকলের একটা স্বচ্ছ ধারণা এতদিনে হয়ে গেছে। একটা দীর্ঘ সময় ধরে নুসরত ও যশের সম্পর্ক নিয়ে যে লুকোচুরির খেলা চলছিলো, অনেক আগেই তারকা জুটি নিজেদের সম্পর্কের বিষয়ে পরিষ্কার করে বলে দিয়ে সেই ব্যাপারটা বন্ধ করে দিয়েছে। সন্তান জন্মের সময় নুসরতের হাসপাতাল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ছবি, ভিডিও এবং নুসরতের ইউটিউব টকশো সবক্ষেত্রেই দুজনকে জুটি হিসেবে দেখে অভ্যস্ত হয়ে গেছেন মানুষ। ইউটিউব টকশোতে এই দুই তারকা নিজেদের প্রেম কাহিনী শুরু হওয়ার গল্প বলেছিলেন ঠিকই কিন্তু একসাথে সংসার শুরু করার পর তাদেরকে সেভাবে কোন রিয়েলিটি শোতে আসতে দেখা যায়নি, সেটাই এই বার করলো দাদাগিরির মঞ্চ।
একসঙ্গে সংসার শুরু করার পর এই প্রথম যশ ও নুসরতকে দাদাগিরির মঞ্চে দেখা যাবে জেনেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন এই দুই তারকার ভক্তমহল। সম্প্রতি জি বাংলার তরফ থেকে এই বিশেষ পর্বের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। ভাইরাল এই প্রোমোটিতে দেখা যাচ্ছে মেরুন ও সোনালী পাড়ের সাদা শাড়ি পরে দাদাগিরির মঞ্চে এসে উপস্থিত হয়েছেন নুসরত। শাড়ির সাথে মানানসই বড় কানের দুল পরেছেন আর চুল রেখেছেন খুলে। অভিনেতা যশ পরেছেন নীল রঙের পোশাক। একে অপরের পাশে দাঁড়িয়ে আছেন তারা। একে অন্যের পাশাপাশি দাঁড়িয়ে প্রায়ই যশের গায়ে ঢলে পড়ছেন নুসরত।
আরও পড়ুন: দূরত্ব ভুলে ফের কাছে এলেন দেব-মিমি, প্রেমের কথা বলবেন মধ্যপ্রদেশে
ভিডিওটিতে আরো দেখা যাচ্ছে, দাদা তারকা এই জুটির উদ্দেশ্যে প্রশ্ন করেন, “কে কার বেশি খেয়াল রাখে?” সঙ্গে সঙ্গে একে অপরের দিকে আঙ্গুল দেখান দুজনে। অর্থাৎ তারা কেউ কারো থেকে কম যান না, দুজনেই দুজনের খেয়াল রাখেন। তাদের একে অন্যের প্রতি আঙ্গুল দেখানো দেখে সৌরভ বলে ওঠেন, এটা বেশ ভালো উত্তর। এরপর বাবুল সুপ্রিয় গান গাইতেই যশের বুকে মাথা রাখেন নুসরত।
এই ভিডিও দেখে অনুরাগী মহল যতই উচ্ছ্বসিত হোক, কমেন্ট বক্সে নেটাগরিকরাও কটাক্ষ করতে ছাড়েননি। যশ দাশগুপ্তের বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের প্রসঙ্গ তুলে একজন লিখেছেন ‘কে জানতো আমাদের অরণ্য একদিন এত বাজে হয়ে যাবে?’ কেউ আবার লিখেছেন,‘পরের বছর কাকে সাথে দেখতে পাব কে জানে’। আরেকজন লিখেছেন,‘ এখন এত ভালোবাসা কদিন পর আবার দেখবো ডিভোর্স। তখন বলবে কখনো বিয়েই হয়নি। এসব ভুলভাল লোকেদের না এনে সাধারন মানুষদের নিয়ে আসুন।’ যদিও এইসব মন্তব্যে কোনদিনই মাথা ঘামান না তারকা এই জুটি, তারা তাদের সন্তান ঈশানকে নিয়ে এখন স্বপ্নের সংসার সাজাতে ব্যস্ত। উল্লেখ্য, এই পর্বে যশ নুসরত ছাড়াও থাকবেন বাবুল সুপ্রিয় ও স্ত্রী রচনা আর মিউজিক্যাল জুটি জয় সরকার ও লোপামুদ্রা মিত্র।
View this post on Instagram