যশ প্রথম দেখায় নুসরতকে কী উপহার দিয়েছিলেন, উত্তর শুনে হাঁ হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলী

যশ-নুসরতের প্রেম কাহিনী বরাবরই চর্চিত বিষয়। এই প্রেম নিয়ে কম কাটাছেঁড়া হয়নি বিগত কয়েক মাস ধরে। তাদের সন্তান ঈশান জন্মের পর যখন নুসরত জানালেন ঈশানের বাবা যশ,তখনও জল্পনার পুরোপুরি অবসান ঘটেনি। তবে এই সম্পর্ক নিয়ে হাজার সমালোচনা হলেও সেইসব বিষয় যশ নুসরতের সম্পর্কে কোনোভাবেই ফাটল ধরাতে পারেনি। তারা কঠোর সমালোচনা, নীতিপুলিশদের বাক্যবাণ কোনোকিছুরই পরোয়া করেননি, একসাথে সংসার বেঁধেছেন তারা। একসাথে সংসার শুরু করবার পর সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত দাদাগীরির মঞ্চে হাজির হয়েছিলেন যশ নুসরত।
আরও পড়ুন: ছেলেকে নিয়ে শরীরচর্চায় ব্যস্ত মা নেহা ধুপিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ছবি
সেখানে তাদের কেমিস্ট্রি আরো একবার ফুটে উঠেছিল টেলিভিশনের পর্দায়। এইদিন টেলিভিশনের পর্দায় দাদার সামনে যশ নুসরতের সংসারের একাধিক গোপন খবর ফাঁস হলো। সংসারে কার রাজত্ব চলে থেকে শুরু করে ছোট্ট এক রত্তি ঈশানকে কে সামলায়- সব প্রশ্নের উত্তর খোলসা করে দিলেন যশরত জুটি। ‘ওয়ান’ ছবির পঞ্চম বর্ষপূর্তির দিনেই দাদাগীরির মঞ্চে হাজির হলেন দুজনে জুটি বেঁধে। এই ‘ওয়ান’ ছবির শুরুর সময় থেকেই যশ ও নুসরত জুটির সফর শুরু হয়। এরপর এস এস কলকাতা ছবি করার সময় একে অপরের প্রেমে পড়ে যান যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।
দাদাগিরির মঞ্চে দেখা যায় সৌরভ গাঙ্গুলী যশকে প্রশ্ন করেন প্রথম দেখায় নুসরতকে কী উপহার দিয়েছিলেন তিনি? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন,“ ও আমার কাছ থেকে প্রোটিন পাউডার চেয়েছিল”। এই কথা শুনে আর নিজের হাসি চাপতে পারেন নি সৌরভ গাঙ্গুলী। সত্যি নুসরতের পক্ষেই এটা সম্ভব! দাদাগিরির মঞ্চে উপস্থিত বাকি জুটিদের এই কথা শুনে আর হাসি থামে না। এরপর যশ বলেন,“ তবে আমি ওর জন্য বিরিয়ানি নিয়ে যেতাম।”
উল্লেখ্য এইদিন দাদাগিরির মঞ্চে আরো তিনটে জুটি উপস্থিত ছিলেন। মিউজিক্যাল জুটি লোপামুদ্রা মিত্র জয় সরকার, বাবুল সুপ্রিয়- রচনা এবং ওম সাহানি ও মিমি দত্ত। দাদা এক এক করে এই প্রশ্নটি তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই ছুঁড়ে দেন আর প্রত্যেকের উত্তর শুনে রীতিমতো চমকে যান দাদা।
যশ নুসরতের পর দাদাগীরির মঞ্চে উপস্থিত অপর জুটি জয় সরকার ও লোপামুদ্রা মিত্রের উদ্দেশ্য একই প্রশ্ন রাখেন দাদা। সুরকার জয় সরকারকে তিনি জিজ্ঞেস করেন,“ প্রথম দেখায় কী দিয়েছিলে?” উত্তরে জয় সরকার বলেন, “আমি সুর দিয়েছিলাম।” দাদা পাল্টা প্রশ্ন করেন,“কোনো গিফটের বালাই নেই।” দাদার এই কথার পর লোপামুদ্রা বলেন,“রাম কিপটে একটা”। এরপর দাদাগিরির মঞ্চে উপস্থিত অপর জুটি তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়ের উদ্দেশ্য দাদা এই একই প্রশ্ন রাখেন। তখন বাবুল সুপ্রিয়ের স্ত্রী রচনা শর্মা বলেন, “ও প্রথমবার এক কিলো কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়ে এসেছিল।” এরপর বাবুল বলে ওঠেন,“ ওগুলো মোটামুটি বাজেটের মধ্যে পড়ে তাই”। সদ্যবিবাহিত ওমকে এই প্রশ্ন করলেন সে উত্তরে বলে,“ আমার সেভাবে কোনো উপহার দেওয়া হয়নি, ওই বুকভরা ভালোবাসা দিয়েছি।”
এইদিন দাদাগিরিতে তারকাদের যে মেলা হয়েছিল, তা নাচে-গানে রীতিমতো জমে উঠেছিলো। সবশেষে দেখা যায় তারকাদের মধ্যে বিজয়ী তারকা জুটি হন যশরত। দাদাগিরির ট্রফি জিতে নেন তারা।