Offbeat

NDTV টিভিকে কিনতে চলেছে আদানি গ্রুপ, কত টাকায় পুরো চুক্তি সম্পন্ন হল, জেনে নিন বিস্তারিত

সম্প্রতি এনডিটিভি কে কিনে নিতে চলেছে আদানি গ্রুপ। এই খবর জানার পর অনেকেই হয়তো অবাক হবেন কিন্তু এটাই সত্যি। সর্বভারতীয় এই সংবাদ সংস্থা কে কিনে নিয়ে মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবার আসতে চলেছে আদানি গ্রুপ। তার প্রথম ধাপ হিসেবে গৌতম মাদানীর মালিকানাধীন এ এম জি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড পরোক্ষভাবে ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্ৰহণ করে নিয়েছেন।

তবে শুধু এখানেই থেমে নেই আদানি গ্রুপ। তারা আরো ২৬ শতাংশ শেয়ার কিনে নেবেন বলেই খবর পাওয়া গেছে। সেই চুক্তি সম্পন্ন হলে এনডিটিভি পুরো সংস্থাই আদানি গ্রুপের হস্তান্তরে চলে আসবে। এই চুক্তির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নিয়েছে আদানি গ্রুপ। মোট ৪৯৫ কোটি টাকা তে সেই চুক্তি সম্পন্ন হবে বলে শোনা গেছে।

এদিন এএমজি মিডিয়া নেটওয়ার্কের তরফ থেকে জানানো হয়েছে যে আদানি গ্রুপের অধীনস্থ বিশ্ব প্রধান কমার্শিয়াল লিমিটেড আরআরআর হোল্ডিং প্রাইভেট লিমিটেড ৯৯.৯ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে। এরফলেই এবার থেকে বিশ্ব প্রধান কমার্শিয়াল লিমিটেড এর হাতে মালিকানা আসতে চলেছে এনডিটিভির সংস্থার।

এতদিন পর্যন্ত বি এস ই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ এর নথিভুক্ত কোম্পানি আরআরআর এর কাছেই ছিল এন ডি টিভির ২৯.১৮ শতাংশ শেয়ার। এবার থেকে সেটাই আদানি গ্রুপের দখলে আসতে চলেছে।

এনটি টিভি কেনার ব্যাপারে যে চুক্তি স্বাক্ষরিত হবে সে সম্পর্কে এক আধিকারিক জানিয়েছেন যে, ‘শেয়ার পিছু ২৯৪ টাকা দরে আরআরআরআর থেকে ২৯.১৮ শতাংশ মালিকানা কিনবে এএমএনএল। সার্বিকভাবে পুরো অধিগ্রহণের জন্য ৪৯৫ কোটি টাকা খরচ হবে।’ এখন দেখার আদানি গ্রুপ NDTV অধিগ্রনের পর কনটেন্টে কোনো পরিবর্তন আসে কিনা।

Related Articles

Back to top button