মুকেশ আম্বানিকে নিয়ে বড়সড় দুঃসংবাদ, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে আম্বানি পরিবারকে! চরম সাবধানতা অবলম্বন করতে হচ্ছে মুকেশ আম্বানিকে

ভারত তথা বিশ্বের ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন হলেন মুকেশ আম্বানি। শুধু ব্যবসার জগতই নয় বলিউড থেকে শুরু করে আরো অন্যান্য জগতেও বেশ প্রভাব বিস্তার করে আছে আম্বানি। রিলায়েন্স জিও এর কর্ণধার তিনি। আজ তিনি ভারতের যে স্থানে অবস্থান করছেন তা একমাত্র তার কঠোর পরিশ্রম, তুখর বুদ্ধির, আর কর্মের সামর্থের ফল। আজকের সব থেকে ধনী ব্যক্তিদের নামের মধ্যে তিনিও অবস্থান করেন।
মুকেশ আম্বানির সঙ্গে জড়িত অথবা আম্বানি পরিবারের সঙ্গে জড়িত সমস্ত খবরই সংবাদে উঠে আসে। সম্প্রতি আম্বানি পরিবারের সাথে জড়িত একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। কেউ বা কিছু মানুষ আম্বানি পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ খবর প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে ভারতের ধনী ব্যক্তিত্ব মুকেশ আম্বানি এবং আম্বানি পরিবারের নিরাপত্তা নিয়ে।
সূত্রের খবর, স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ ই আগস্টের দিন সকাল বেলা রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে এক অচেনা নাম্বার থেকে ফোন আসে। মূলত সেই ফোনের ওপার থেকেই প্রাণনাশের হুমকি দেওয়া হয় মুকেশ আম্বানি এবং অম্বানি পরিবারকে। এই ফোন আসার পর মুহুর্তেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ডিবি মার্গ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সাথে সাথেই এ বিষয়ে তদন্ত শুরু করে আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর তদন্তে নামার পরেই, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ বোরিভেলির এমএইচবি কলোনি থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। তবে এতে থেমে থাকছে না কর্মকর্তারা। এই হুমকির পেছনে একজন ছিল নাকি আরো অনেকে তা খতিয়ে দেখছে তদন্তকারী বিভাগ। একটি সূত্র থেকে জানা যায় ওই ফোন কলের আম্বানি পরিবারের সাথে এনআইএ, এটিএস এবং মুম্বই পুলিশকেও গালাগালি করে ঐ ব্যক্তি। প্রসঙ্গত এই ঘটনার পরে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়ার বাইরে নিরাপত্তা আরও কড়া করা হয়। এছাড়াও আম্বানি পরিবারের প্রত্যেকটি সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তার দিকেও আরো জোর দেওয়া হয়।