Offbeat

প্রতিদিনের মেকআপই আপনার মৃত্যুর আসল কারণ! জেনে নিন কি করে অতিরিক্ত মেকআপ কেড়ে নিয়েছিল রানী এলিজাবেথের জীবন

বর্তমান সময়ে কম-বেশি আমরা প্রত্যেকে মেকাপের সঙ্গে পরিচিত। বর্তমান সময়ের সব মেয়েরাই কম বেশি মেকআপ করে থাকে প্রতিদিন। তবে এটি শুধুমাত্র বর্তমান সময়ের যে মেকাপের চল রয়েছে তা নয় অতীতেও মেকাপের দারুন চল ছিল। সেই সময় থেকেই মেকআপ করে আসছেন মেয়েরা। রানী এলিজাবেথের সময় থেকেই মেকাপের চল শুরু হয়ে গিয়েছেন। স্বয়ং রানী এলিজাবেত সারাক্ষণ চড়া মেকাপ এর মধ্যে নিজেকে রাখতেন। আর এটাই হয়েছিল তার সর্বনাশের মূল কারণ। বর্তমানে অনেক সময় ভুল এবং কম দামি কোম্পানির মেকআপ আপনার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। ভুল পদ্ধতিতে ব্যবহৃত মেকআপ আপনার শরীরে ক্যান্সারের মতো রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে। এমন কি রানী এলিজাবেথের মৃত্যুর কারণ এই চড়া মেকআপ ছিল।

অতীতের সময় থেকে মেয়েরা নিজেদের সুন্দর করে তুলতে সবকিছুই করতেন। রানীরা নিজেদের চড়া মেকাপের আড়ালে রাখতেন। সবসময় নিজেকে সুন্দর করে তুলতেই সুন্দর চুলের জন্য চুলের মধ্যে নিজেদের মূত্র পর্যন্ত ঢেলে দিত। সেই সময় মেকআপে ব্যবহার করা হতো ‘ভেনেশিয়ান সেরুজ’। আর এটি ছিল সীসা এবং ভিনিগারের সংমিশ্রনে তৈরী যা ত্বকের প্রচুর পরিমানে ক্ষতি করে। এরকম আরো নানান ধরনের ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করত সেই সময় রানীরা।

প্রাচীন ইতিহাস ঘাটলে জানা যায় রানী ইনসাবে তো নিজেকে সব সময় মেকাপের আড়ালে রাখতেন আজ থেকে প্রায় ৪০০ বছর আগে রানী এলিজাবেথ নিজের মুখে দেড় ইঞ্চির পুরো মেকাপ করে রাখতেন। তবে শুধুমাত্র কিছুক্ষণের জন্য নয় সকাল থেকে রাত অব্দি তিনি নিজেকে ওই মেকাপের আড়ালেই রাখতেন। আর সেই সঙ্গে নিজের সৌন্দর্য বজায় রাখতে তিনি ব্যবহার করতেন অতিরিক্ত পরিমাণে সিসা। যা তার জীবন কেড়ে নেয়। পারদ ও সীসার অতিরিক্ত ব্যবহারের প্রভাবে চুল পরে যাওয়া, ত্বকের ক্ষতি, দৃষ্টিশক্তির ক্ষতি, স্মৃতিভংশ হওয়া নানান লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু সেই সময় এই সমস্ত রোগ বা লক্ষণ সম্পর্কে কেউ অবগত ছিলেননা তাই শেষমেষ রানী প্রথম এলিজাবেথ ১৬০৩ খ্রিস্টাব্দে মারা যান।

রানী এলিজাবেথের এত অতিরিক্ত মেকাপের পেছনে ছিল একটি রহস্যময় গল্প যা আজ পর্যন্ত কেউ জানতো না ২০১৩ সালে এক মার্কিন লেখক স্টিভ বেরি তার লেখায় দাবি করে রানী এলিজাবেথ ছিলেন আসলে একজন পুরুষ। আসল রানী এলিজাবেথ থেকে কি কিশোরী বয়সেই মারা গিয়েছিলেন তারপর সেই গ্রামের এক যুবককে ধরে এনে অতিরিক্ত মেকাপের আড়ালে রানী এলিজাবেথ সাজিয়ে রাখা হয়েছিল। কটসওল্ডেও এমনই লোককথা শোনা যায় আসল এলিজাবেথ কিশোরী বয়সেই প্লেগে আক্রান্ত হয়ে মারা যান তারপর থেকে অষ্টম হেনরির দুই কর্মচারী রানীর মেকআপের আড়ালে জড়িয়ে ওই যুবককে সামনে রাখতেন শাসনভার সামলাতে।

Related Articles

Back to top button