Offbeat

দশ বিশ নয়, ১৫০ টাকার ওপর! রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দিল জিও! মাথায় হাত সাধারণ মানুষের

বর্তমানে মানুষকে মোবাইলের রিচার্জ করতে গেলে দুবার ভাবতে হয়। কারণ মোবাইলের রিচার্জ এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষের জন্য তা রীতিমতো সাধ্যাতীত হয়ে গেছে। প্রতিমাসে মোবাইলে রিচার্জ করা কার্যত জটিল হয়ে পড়ছে, এর মধ্যে একটা বড়সড় ধাক্কা খেলো মানুষ মুকেশ আম্বানির দ্বারা। হ্যাঁ মুকেশ আম্বানি যেভাবে ভারতবাসীকে ধাক্কা দিলো তা এতো সহজে ভুলতে পারবে না কেউ! কারণ পকেটের ধাক্কা ভুলতে একটু বেশি সময় লাগে অন্য যে কোনো ধাক্কার থেকে!

আরও পড়ুন: পরিণীতির পর এবার দীপিকা oops moment এর শিকার! একের পর এক বলি নায়িকাদের সাথে কেন পরপর এমনটা ঘটছে? প্রশ্ন তুলছেন নেটাগরিকরা!

মুকেশ আম্বানির তৈরি জিও সিম অত্যন্ত পপুলার। এই সিম নেট জগতে যেন একটি আলাদাই বার্তা এনে দিয়েছিলো। এই জিও সিম এতটাই পপুলার হয়ে গিয়েছিল যে সকলেই প্রায় একটি করে জিও সিম কিনে ফেলেছিলেন, কিন্তু এখন মাথায় হাত পড়েছে সেই জিও ক্রেতাদের! হ্যাঁ কারণ জিও সিম ব্যবহারকারীদের এবার অনেক টাকা দিয়ে রিচার্জ করতে হবে। সম্প্রতি জিও সিম প্ল্যানের দাম বাড়িয়েছে। তবে ১০-২০ টাকা নয় পুরো ১৫০ টাকা দাম বেড়ে গেছে জিও প্যাকের, যা দেখে মাথায় হাত পড়েছে জিও ব্যবহারকারীদের।

জিও ফোন ব্যবহারকারীরা এতদিন অবধি ৭৪৯ করে টাকার রিচার্জ প্যাক ফোনে ভরতেন, এইবার থেকে তাদের ৮৯৯ টাকার রিচার্জ প্যাক মারতে হবে। কারণ ৭৪৯ টাকার এই রিচার্জ প্ল্যান টির দাম বেড়ে হয়েছে ৮৯৯ টাকা। এই প্ল্যান টি রিচার্জ করলে আপনি সারা বছর আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন এবং এর সাথে ২৪ জিবি ডেটা পাবেন।

আরও পড়ুন: ‘আদর আমার শরীরের কোথায় হাত দিয়েছে তা নিয়েও কটূক্তি? এর চাইতে পোষ্য ভালো!’ বিস্ফোরক মন্তব্য শ্রীলেখার

এই প্ল্যানটি ছাড়াও জিও ফোনের ১৪৯৯ টাকার ১ বছরের প্ল্যান রয়েছে। জিও ফোন কিনলে এই প্যাকের সুবিধা পাবেন আপনি‌ও। তার সাথে পাবেন আনলিমিটেড ভয়েস কল,২৪ জিবি ডেটা ও jio অ্যাপের সাবস্ক্রিপশন। এই উপরিউক্ত প্ল্যান দুটি ছাড়াও জিওতে ১৯৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে, যাতে আপনি পুরো দু’বছরের জন্য আনলিমিটেড কল ও ৪৮ জিবি ডেটা পাবেন। এছাড়া এই ১৯৯৯ টাকার প্ল্যানটিতে আপনি এক‌ইসাথে অ্যাপের সাবস্ক্রিপশন‌ও পেয়ে যাবেন। তাই এবার ভাবনা চিন্তা করে নিজের জিও সিম রিচার্জ করুন।

Related Articles

Back to top button