Offbeat

ছোট গাড়ি অথচ দুর্দান্ত ফিচার্স বাজারে এলো নতুন ইলেকট্রিক গাড়ি! আকারে Nano-র থেকেও ছোটো, সবার নজর কাড়লো দূর্দান্ত এই ইলেকট্রিক গাড়ি

ছোট গাড়ি অথচ দুর্দান্ত ফিচার্স হবে এমনটাই চাইছেন আজকাল মানুষজন। তাদের কথা মাথায় রেখে সুজারল্যান্ডের মাইক্রো মবিলিটি সিস্টেম নামের একটি গাড়ির কোম্পানি বাজারে এক ধরনের নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে এলো টাটা ন্যানোর থেকেও ছোট আকারের এই গাড়ির কিন্তু ফিচার্স দুর্দান্ত। সম্প্রতি এই কোম্পানি নিজেদের ওয়েবসাইটে গাড়ির ফিচার্স সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে যা দেখে সকলেই চমকে গিয়েছেন।

আরও পড়ুন: সন্তানকে চর্চার বাইরে রাখা কোয়েল পিতৃ দিবসে ছেলের সাথে স্বামীর ও বাবার সাথে নিজের ছবি শেয়ার করলেন! লিখলেন চমকপ্রদক ক্যাপশন ও!

গাড়িটির ওজন ৫৩৫ কেজি। গাড়ির ব্যাটারি এতটাই শক্তিশালী যে একবার চার্জ করলে ২৩৫ কিমি পর্যন্ত যেতে পারে। স্পিডের দিক থেকেও গাড়িটি ৯০ কিমি প্রতি ঘন্টায় চলবে। আকারে ছোট এই গাড়িতে উন্নত প্রযুক্তি ও বসানো হয়েছে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে গাড়িতে ব্যবহার করা ৯০% যন্ত্রাংশ ইউরোপ থেকে আমদানি করা হয়েছে এবং ইউরোপে এই গাড়িটি ক্লাস লি সেভেনের তকমা পেয়েছে।

প্রচুর মানুষ এই গাড়িকে পছন্দ করেছেন এবং এই গাড়ির উৎপাদন শুরু হওয়ার আগেই ৩০ হাজার মানুষ বুকিং করে ফেলেছেন। তবে কোম্পানি তরফ থেকে বলা হয়েছে যে গাড়িটি শহরের রাস্তায় চলাচলের জন্য বানানো হয়েছে এবং গাড়িটি ছোট হওয়ার কারণে যে কোনো রাস্তাতেই পার্কিং করার সুবিধা রয়েছে।

আরও পড়ুন: বাবার ৪টি বিয়ে নিয়ে তাকে ভুল বোঝা হয়েছে! মুখ খুললেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার

গাড়িটির উত্তরোত্তর চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য ইতিমধ্যেই ইতালির তুরিন শহরে এই গাড়ি তৈরির জন্য একটি নতুন কারখানা খোলা হয়েছে এতদিন সেই কারখানাতে বছরে ১৫০০ টি করে গাড়ি তৈরি হচ্ছিল তবে বর্তমানে গাড়ির উত্তুঙ্গ চাহিদার কথা মাথায় রেখে সেই সংখ্যা বাড়িয়ে ১০০০০ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই গাড়িটির দাম হল ১৫ হাজার ৩৪০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় এর দাম পড়বে ১২ লাখ টাকার কাছাকাছি।

Related Articles

Back to top button