Offbeat

মাত্র ১৯১ টাকা দিয়ে বাড়ির মিটারের পাশে লাগান এই ছোট্ট মেশিনটি, অর্ধেক হয়ে যাবে বিদ্যুতের বিল, আপনিও নিজের বাড়ির বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন

দিনে দিনে যেন গরম আরো বাড়ছে। গরমের দাবদাহে হাঁসফাঁস অবস্থা মানুষের। গরমের হাত থেকে বাঁচতে প্রত্যেকের বাড়িতে এখন এয়ার কন্ডিশনার লাগানো। তাতেও যেনো কাজ হচ্ছে না। সারাদিন এয়ারকন্ডিশনার, পাখা, ফ্রীজ ইত্যাদি চালু থাকার কারণে বিদ্যুৎ বিল যেন তরতর করে বাড়ছে। আর যার ফলে মানুষের মনে প্রভাব পড়ছে এর। সকলের মনেই একটা চাপ সৃষ্টি হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে। কিন্তু আজ আপনাকে জানাবো এমন একটা জিনিসের কথা যেটা শুনলে আপনি অবাক হবেন এবং যেটি ব্যবহার করলে আপনি সারাদিন এসি তে বসে থাকলো আপনার বিদ্যুৎ বিল বেশি বাড়বে না।

আরও পড়ুন: লাখ বা কোটি নয়, মাত্র কয়েক হাজার পারিশ্রমিক নিয়েছেন ‘পঞ্চায়েত ২’স্টার জিতেন্দ্র কুমার

পাওয়ার সেভিং ডিভাইস। আমাদের আশেপাশের বাজারেই খুব সহজেই এই জিনিষটি পাওয়া যায়। মূল্য মাত্র ১৯১ টাকা এই ডিভাইসটির। আপনি যদি এই ডিভাইসটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে থাকেন তাহলে আপনারও খুব কাজে আসতে পারে এবং আপনিও খুব সহজেই বিদ্যুৎ বিল বাঁচাতে পারেন চলুন তাহলে জেনে নেওয়া যাক কি করে কাজ করে কি কি এর পদ্ধতি।

প্রতিষ্ঠানের দাবি এই যে, ডিভাইসটিকে যদি আমরা মিটারের সঙ্গে লাগিয়েদি তাহলে বিল ৩৫ শতাংশ কমে যাবে। এই ডিভাইসটি প্রায় ১৫ KW এর হয়। খুব সহজেই সকলে এই ডিভাইসটি ফ্লিপকার্ট থেকে ১৯১ টাকার বিনিময়ে পেয়ে যাবেন।

আরও পড়ুন: জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস ডিম পাউরুটি বিক্রি করছেন রাস্তায়!

বিশেষ করে গরমকালে বাড়ির মিলত বিডি জলে ফ্যান এসি টিভি ফ্রীজ ইত্যাদি সমস্ত ইলেকট্রিক জিনিস গুলোই চলতে থাকে এবং যার ফলে বাড়ি গ্রিল ছেলেদের মাথায় হাত পরে বিল মেটাতে গিয়ে হিমশিম খেতে হয় কিন্তু এই ডিভাইস টি ব্যবহার করলে আপনিও বিল বাঁচাতে পারবেন। কোন ইলেকট্রিশিয়ান এর সাহায্য নিয়েই আপনি এই মিটারটি লাগিয়ে ফেলতে পারবেন আপনার বাড়িতে।

Related Articles

Back to top button