Offbeat

লাল-নীল-সবুজ রঙের ট্রেনের বগি, বিভিন্ন রকমের এই রঙের পেছনের আসল রহস্যটা ঠিক কি ?

আমাদের মত দেশে সাধারণ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবার কাছেই রেল পরিবহন ব্যবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবেই পরিগণিত হয়ে থাকে। অতি সহজেই সাধ্যের মধ্যে এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতের জন্য রেল পরিবহন ব্যবস্থার জুড়ি মেলা ভার। প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ দেশের যেকোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে এই ট্রেনের মাধ্যমেই যাতায়াত করে থাকেন। দূরে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও সবাই প্লেনের ভাড়া বহন করতে পারেন না ফলে সাধারণ মানুষের কাছে একমাত্র ভরসা এই রেলপথ। রেলপথের মাধ্যমে যাতায়াত যেমন স্বল্প খরচের তেমনই অত্যন্ত আরামদায়ক হয়ে থাকে। ট্রেনের সাহায্যেই আবার মালপত্র একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়া যায়।

আরও পড়ুন: বলিউড ইন্ডাস্ট্রিতে এবার দেখা যাবে যীশু সেনগুপ্ত কে! একেবারে করিশ্মা কাপুরের সাথে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা

ট্রেনে যাতায়াত তো প্রায় সবাই করেছেন, কিন্তু একটা বিষয় কি কখনও খেয়াল করে দেখেছেন? ট্রেনের বগির লাল, নীল এবং সবুজ রঙের হয় ঠিক কি কারণে? এই বিষয়টা বোধহয় আমরা কেউই এত খেয়াল করে ভেবে দেখিনি। তবে অবশ্যই এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে। আসুন তবে জেনে নেওয়া যাক কি সেই কারণ। ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ট্রেনের বগিতে লাল রংটা আমাদের সবথেকে বেশি চোখে পড়ে। লাল রংয়ের এই কোচ গুলিকে বলা হয়ে থাকে এলএইচবি ইন্টিগ্রাল কোচ, যা তৈরি করা হয় জার্মানিতে। তারপর ২০০০ সালে ভারতে নিয়ে আসা হয়েছিল এই কোচ গুলিকে। পাঞ্জাবের কাপুরথালা নামক স্থানে এখন এগুলি তৈরি করা হয়ে থাকে। লাল রংয়ের এই বিশেষ কোচ গুলি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং এর জন্য ট্রেন ২০০ কিমি বেগে ছুটতে পারে।

তারপরেই যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের যে রঙটি আমাদের চোখে পড়ে সেটি হলো নীল রঙের কোচ। যা আইসিএফ ইন্টিগ্রাল কোচ নামে পরিচিত। এটি দেশের সবথেকে পুরনো বগি। যা তৈরি করা হয় লোহা দিয়ে। লোহার তৈরি হওয়ার কারণে এই কোচ অন্যান্য কোচের তুলনায় অনেক বেশি ভারী হয়ে থাকে যে কারণে এই রঙের কোচ ঘণ্টায় ১২০ কিমি বেগে ছুটতে পারে। তবে এই কোচ ১৯৫২ সালের পর থেকে আমাদের দেশের মধ্যেই চেন্নাইয়ে তৈরি করা হয়ে থাকে।

আরও পড়ুন: সিদ্ধার্থ কিয়ারার ব্রেক আপ!‌ বিয়ে অবধি আর গড়ালো না সম্পর্ক

সবার শেষে যে কোচ আমাদের চোখে পড়ে সেটি হলো সবুজ রঙের কোচ। সবুজ রঙের এই কোচ ব্যবহার করা হয়ে থাকে গরিব রথ ট্রেনে র ক্ষেত্রে। বিলিমোরা ওয়াঘাই প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রেও দেখা যায় এই সবুজ রংয়ের কোচ। তবে শুধুই সবুজ নয় বাদামি রঙেরও লক্ষ্য করা যায়।

Related Articles

Back to top button