Success Stories

সমস্ত সোশ্যাল সাইট থেকে নিজেকে সরিয়ে UPSC পাশ করা কলকাতার মেয়ে অঙ্কিতা জানালেন তার সাফল্যের রহস্য

লক্ষ্য যদি ঠিক হয় তাহলে কোনো বাধাই বাধা নয়। সমস্ত কিছুর চাপের মধ্যেও হাজার কাজের ব্যস্ততার মধ্যেও নিজেকে তৈরি করা যায়। প্রমাণ করলেন কলকাতার মেয়ে অঙ্কিতা। অঙ্কিতা আগরওয়াল ইউপিএসসি পরীক্ষায় এইবার দ্বিতীয় স্থান দখল করেছেন। ইউ পি এস সি পরীক্ষায় সাফল্য লাভ করবার পর তিনি স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন। তবে এটি তার প্রথম প্রচেষ্টা নয়। তৃতীয় বারের চেষ্টায় ইউপিএসসিতে সফলতা লাভ করেছেন তিনি।

আরও পড়ুন: ভোজন রসিক ঋতুপর্ণকেও শেষের দিনগুলোতে খেতে হতো সেদ্ধ সেদ্ধ খাবার!

অঙ্কিতা অর্থনীতি নিয়ে স্নাতক পাশ করেছেন। তার ঐচ্ছিক বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে পাশ করে তিনি প্রথমে একটি আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্মে কাজ করতেন। এরপর সেই কাজ ছেড়ে দেন তিনি, এই কাজ ছেড়ে ইউ পি এস সি পরীক্ষায় বসেন তিনি। কলকাতার বাসিন্দা অঙ্কিতা ২০১৯ এ ইন্ডিয়ান রেভিনিউ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

সোমবার ইউপিএসসি পরীক্ষার ফল বের হয় যখন তখন তিনি ফরিদাবাদে ন্যাশনাল অ্যাকাডেমি অফ কাস্টমসে ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নারকোটিকসে আছেন। সংবাদ সংস্থাকে তিনি ইউ পি এস সি তে তার সাফল্য প্রসঙ্গে বলেছেন যে, “স্ট্র্যাটেজির চেয়েও বড় কথা হলো যদি কেউ সিভিল সার্ভেন্ট হতে চান তার কাছে লক্ষ্যটা স্থির রাখা দরকার। জীবনের কঠিন দিনগুলোতে এই লক্ষ্য‌ই তাকে এগিয়ে নিয়ে যাবে। যে কোন ক্ষেত্রে ধারাবাহিকতাই হলো মূল চাবিকাঠি।”

আরও পড়ুন: নুসরতের মা কালীর ভোগ রাঁধার পরেই মিমি দরগায় মাথা ঠেকিয়ে প্রার্থনা করলেন! নুসরতের অনুকরণেই কি এইকাজ করলেন মিমি?

এর পাশাপাশি অঙ্কিতা এও বলেন যে, “সমস্ত সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম থেকে বেরিয়ে এসেছিলাম। কারণ ওগুলো বড্ড মনোযোগ নষ্ট করে দেয়।” এরপর নিজের কাজের প্রসঙ্গে বলেন অঙ্কিতা,“নারীদের ক্ষমতায়ন, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, স্কুল শিক্ষা দপ্তরে কাজ করতে চাই।একেবারে তৃণমূল স্তরে কাজ করতে চাই।” এত বড় একটা চাকরির পর জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন, প্রশ্নের উত্তরে অঙ্কিতা বলেন, “ঘন্টা মেপে কিছু করিনি। তবে নির্দিষ্ট একটা সিডিউল করার চেষ্টা করেছি।

Related Articles

Back to top button