বস্তিতে থাকতেন আদানি! মাত্র ৩০০ টাকা বেতনে হিন্দ্র ব্রাদার্সে কাজ শুরু করেছিলেন! আজ বিশ্বের পঞ্চম এবং ভারতের প্রথম ধনী ব্যক্তি গৌতম আদানি

গৌতম আদানি নামটির সাথে এখন সারা বিশ্ব পরিচিত। আর হবে নাই বা কেনো? বর্তমানে সারা বিশ্বে ধন সম্পদের দিক দিয়ে যিনি পঞ্চম এবং ভারতের মধ্যে আম্বানিকে টপকে প্রথম স্থান দখল করে নিয়েছেন এই গৌতম আদানি। তবে এক ছাপোষা বাড়ি থেকে বড়ো হয়ে বিশ্বের মধ্যে নিজের নাম প্রতিষ্ঠা করার মতো কাজ তিনিই করে দেখিয়েছেন। সারা বিশ্ব আজ যাঁকে এক নামে চেনে সেই গৌতম আদানির এই সফর ঠিক কেমন ছিল! খুব মসৃন যে মোটেই ছিলনা সেকথা নিয়েই আজকের এই প্রতিবেদন।
সেই সময় চলছিল ভারত চীন যুদ্ধের প্রস্তুতি পর্ব, সালটা ছিল ১৯৬২ সালের ২৪ জুন গুজরাটের আমেদাবাদে জন্মগ্রহণ করেছিলেন গৌতম আদানি। মোট ছয় জন ভাইবোন ছিলেন। তারমধ্যে পরিবারের অবস্থা মোটেই স্বচ্ছল ছিলনা। তবে খুব একটা অভাব না থাকলেও অধিক স্বাচ্ছন্দ্য কোনোদিনই পাননি। থাকতেন আমেদাবাদের পোল এলাকাতে একটি বস্তিতে। এইভাবে জীবনের শুরুটা হয়েছিল। কিন্তু প্রথম থেকেই মনে মনে গৌতম আদানি স্থির করে ফেলেছিলেন যে তিনি ঠিক কিছু একটা করবেন জীবনে, সেই লক্ষ্য নিয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ছেলেটা।
হঠাৎই পড়াশোনা ছেড়ে মাত্র ১৮ বছর বয়সে মুম্বাই শহরে চলে গিয়েছিলেন তিনি। মুম্বাইতে মাত্র তিনশ টাকা বেতনে হিন্দ্র ব্রাদার্সে কাজ করতে শুরু করেন। কিন্তু গৌতম আদানি এই কাজেই থেমে থাকতে চাননি। খুব তাড়াতাড়ি গৌতম আদানি মাত্র ২০ বছর বয়সে একটি হীরে সংক্রান্ত ব্যবসা শুরু করেন। এই ব্যবসা করার পরেই ভাগ্যের জোরে লাভের মুখ দেখেছিলেন তিনি। কোম্পানি প্রথম বছরেই লাখ লাখ টাকার ব্যবসা করেছিল। ভাইয়ের নির্দেশে, মুম্বাই ছেড়ে আহমেদাবাদে ফিরে এসেছিলেন তিনি তারপর, ভাইয়ের প্লাস্টিক কারখানায় কাজ করতে শুরু করেছিলেন।
আরও পড়ুন: রাহুলের সঙ্গে সম্পর্কের সমীকরণ ঠিক কি ছিল প্রেম নাকি শুধুই বন্ধুত্ব? মুখ খুললেন অভিনেত্রী সন্দীপ্তা
পিভিসি আমদানির ব্যবসা শুরু করেছিলেন গৌতম আদানি। প্লাস্টিক ব্যবসা থেকে সমস্ত পুঁজি সংগ্রহ করে ১৯৮৮ সালে আদানি এক্সপোর্টস লিমিটেড শুরু করেছিলেন। কোম্পানিটি বিদ্যুৎ ও কৃষিপণ্যের ক্ষেত্রে কাজ শুরু করেছিল। ধীরে ধীরে রপ্তানির ব্যবসা বৃদ্ধি পেতে শুরু করে,গৌতম আদানি বন্দরসহ অনেক ব্যবসায় হাত দিয়েছিলেন আর সবথেকে অবাক করা কথা হলো তিনি সর্বত্রই সাফল্য পেয়েছিলেন। বর্তমান সময়ে সারা বিশ্বে এই আদানি গ্রুপের নাম ছড়িয়ে পড়েছে। বর্তমানে তাঁর প্রায় ১২৪ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে।