Success Stories

MBA ছেড়ে করেছিলেন ওয়েটারের কাজ! বাবার কাছ থেকে ৮ হাজার টাকা ধার থেকেই চা বিক্রি করে কোটি টাকার মালিক প্রফুল্ল বিল্লোর

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কিছু অনুপ্রেরণামূলক গল্প , ঘটনা ভাইরাল হয়ে থাকে। ছাপোষা বহু পরিবারের সন্তানদের কাহিনী আবার অনেক সময় , জীবনে নানা বাধা অতিক্রম করে কিভাবে জীবনে প্রতিষ্ঠিত সেইসব গল্প আমাদের সত্যিই জীবনে অনুপ্রেরণা যোগায়। জীবনে এগিয়ে যাওয়ার সাহস পাওয়া যায়। আজকের গল্প এরকমই একজন চা ব্যবসায়ীকে নিয়ে। সারা দেশ যাঁকে এক কথায়, ‘এমবিএ চাই ওয়ালা’ নামেই বেশি চেনে। এমবিএ চাইওয়ালার জীবনে একজন প্রতিষ্ঠিত চা ব্যবসায়ী হওয়ার সেই উত্থান পতনের কাহিনী নিয়েই আজকের প্রতিবেদন। আহমেদাবাদের বাসিন্দা প্রফুল্ল বিল্লোর প্রথমে বাকি সবার মত এমবিএ পড়েই নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের ফেরে এমবিএ তে সফল হওয়া হয়ে ওঠেনি তাঁর।

আরও পড়ুন: জি বাংলার ‘রান্নাঘর’-এ মা কে নিয়ে জমিয়ে রান্না টলি অভিনেত্রী শ্রুতির, বিয়ে নিয়ে দিলেন গোপন খবর!

অসফল হওয়ার পরেই সে বুঝতে পারে এই পথ তার জন্য নয়, তার জন্য অন্য কিছু লেখা রয়েছে। সেইমতো ভাবনা চিন্তা করে রাস্তায় চায়ের স্টল বসাতে শুরু করেছিল প্রফুল্ল। তিনি জানিয়েছেন, আজকের এই জায়গায় আসার জন্য তাঁকে বহু সংগ্রাম করতে হয়েছে। ক্যাট পরীক্ষায় ভালো ফল না হওয়ার পরেই হতাশ হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু দমে যাননি প্রফুল্ল। তারপরেই তাঁর অন্য পথ শুরু করে দিয়েছিলেন। যার উদ্যেশ্য তিনি ভ্রমণ করতে বেরিয়ে আহমেদাবাদে পৌঁছে সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ পেলেও তার বাবা মা কেউই এই কাজে খুশি ছিলেন না। প্রফুল্ল অল্প দিনের মধ্যেই ক্যাশিয়ারের কাজ রপ্ত করে ফেলেছিল তারপর নিজের ব্যবসা শুরুর প্রস্তুতি শুরু করে দেয় সে। কিন্তু ব্যবসা শুরুর যে যথেষ্ট পুঁজি দরকার তা ছিল না। তারপর তার স্বপ্নের যাত্রা পথ শুরু হলেও মোটেই সুগম ছিলনা।

চা বানাতে গিয়ে চা ভীষণ হওয়ার কারণে মোটেই প্রথম দিন বিক্রি হয়নি তারপর আসতে আসতে উন্নতি লাভ করতে থাকে ব্যবসায়। বিয়ে বাড়ি থেকে ক্রমে চায়ের অর্ডার পেতে শুরু করেন অবশেষে নিজের একটি ক্যাফে খুলে ফেলার পর মা বাবার মুখে হাসি ফোটাতে পেরেছিল প্রফুল্ল। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এমবিএ চাই ওয়ালা কে , যে সব মানুষেরা একদিন তাঁকে নিয়ে মজা করেছিল তারাও পরবর্তীতে তাঁর প্রশংসা করেছে। তাঁর মতে, ডিগ্রি কোনো ব্যাপার নয় , যে যা পছন্দ করে তাই করে এগিয়ে যাওয়াই আসল ব্যাপার। ব্যবসা শুরুর পাঁচ বছরে প্রফুল্ল তিন কোটি টাকা উপার্জন করেছেন।

আরও পড়ুন: হিন্দি ছবিতে ডেবিউর সুযোগ পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! পরেশ রাওয়ালের সাথে অভিনয় দিয়ে শুরু করলেন

Related Articles

Back to top button