পূর্ব বর্ধমানের মেয়ে সায়নী ভয়ঙ্কর সব বাধা পেরিয়ে বিশ্বের কাছে ভারতের মুখ উজ্জ্বল করলো

পূর্ব বর্ধমানের কালনার মেয়ে সায়নী দাস বিশ্বের দরবারে গোটা দেশের মুখ উজ্জ্বল করলো। হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল পার করেছে সে আর তার এই সফলতার খবর শুনে স্বাভাবিকভাবেই সকলে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। আর উচ্ছ্বসিত হবেনাই বা কেন? বাংলার মেয়ের এই সফলতা তো শুধু তার একার নয়, পুরো দেশের মান রেখেছে সে।পূর্ব বর্ধমানের কালনার মেয়ে সায়নী ছোট থেকেই জীবনে সাঁতারু হওয়ার স্বপ্ন দেখতেন আজ তিনি সফল। তবে বাংলার এই সাঁতারু মলোকাই চ্যানেল পার করার অনেক আগেই ইংলিশ চ্যানেল, রটনেস্ট চ্যানেল, ক্যাটরিনা চ্যানেলও জয় করেছিলেন। তবে সেগুলোর থেকেও এইবারের সফলতাটা যেন আরেকটু বেশি, কারণ প্রথম এশিয়ান মহিলা হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল পার করেছেন তিনি। তাই স্বাভাবিকভাবে আগেরগুলোর থেকে এক্ষেত্রে গৌরব অনেক বেশি ছিল।
সায়নীর বয়স যখন পাঁচ ছয় বছর তখন থেকেই সাঁতার শেখার প্রস্তুতি নিতে শুরু করে সে, প্রথমদিকে তার গ্রামের বিভিন্ন পুকুরে সাঁতার কাটতো সে। এইভাবে সাঁতার কাটার প্রাথমিক শিক্ষা অর্জন করার পাশাপাশি অভিজ্ঞতাও সঞ্চয় করতে শুরু করে সে। মাত্র পাঁচ মাসেই সায়নী গঙ্গায় ১০ কিলোমিটার সাঁতার কেটেছেন।
মলোকাই চ্যানেল পার হওয়ার এই বিশেষ জল যাত্রার জন্য দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল বাংলার এই মেয়ে। ভারতের মুখ উজ্জ্বল করবার জন্য ও মলোকাই চ্যানেল পার করবার জন্য দিনের পর দিন ধরে ভাগীরথীর জলে পড়ে থেকেছেন তিনি।
আরও পড়ুন: বলিউডের জন্ম কীভাবে? বলিউড তৈরি হওয়ার সত্য গল্পই এইবার আমাজন প্রাইমে বলবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
গত মার্চ মাসের ১৭ তারিখ লক্ষ্য পূরণের দিকে এগিয়ে গিয়েছিলেন কালনার সায়নী। এই দিনই মলোকাই চ্যানেল অতিক্রম করার জন্য রওনা দিয়েছিলেন তিনি। এরপর গত ২৯ শে এপ্রিল তার এই অভিযান শেষ হয়েছে।
Sayani das of WB becomes the first female swimmer in Asia to swim across Molokai channel .
She swam across English Channel in 2016, Rotnest in 2016 and Catalina in 2019 earlier.@ianuragthakur @IndiaSports @Media_SAI @SuvenduWB @tiwarymanoj pic.twitter.com/ATtE52DRgL
— Subham. (@subhsays) April 29, 2022
এর আগে প্রায় বছর তিনেক আগে একবার খবরের কাগজের শিরোনামে এসেছিলেন কালনার সায়নি। সময়টা ছিল ২০১৯ সালের জুন মাস তখন উত্তর আমেরিকার ক্যাটালিনা চ্যানেল অতিক্রম করতে গিয়েছিলেন তিনি। সেটি সান্তা ক্যাটালিনা দ্বীপ এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মধ্যে একটি ৩৩ কিলোমিটার দীর্ঘ জলযাত্রা ছিল। সেই জলযাত্রা তে যখন তিনি সফল হন তখন সবার মুখে মুখে তার নাম ঘুরতে শুরু করে। ওপেন ওয়াটার সুইমিংয়ে দুটি বড় সাফল্য লাভের পর সায়নি আরো নতুন কিছু রেকর্ড করার জন্য প্রস্তুত হতে চেয়েছেন, আর সেই প্রস্তুতিতে তিনি সফলও হয়েছেন। ১৭ই মার্চ মলোকাই চ্যানেল অতিক্রম করার উদ্দেশ্যে রওনা দেওয়ার এক মাস পর আজ তিনি সফল হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সাঁতারু হিসেবে নিজের সাফল্যের জন্য সায়নী রাজ্য ও জাতীয় চ্যাম্পিয়নশিপে একাধিক পুরস্কার জেতার পাশাপাশি প্রচুর মানুষের প্রশংসাও কুড়িয়েছেন।