‘আধুনিক যুগের মা’ সদ্যজাত সন্তানকে পিঠে বেঁধে সাফাইকর্মী মায়ের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন!

মাতৃত্বকালীন সময়ে মেয়েরা সরকারি বা বেসরকারি সংস্থায় ছুটি পেয়ে থাকেন। তবে সব মায়েরা ছুটি পান না, অনেকে আবার ছুটি নেন না, অনেকেই রোজগারের খাতিরে মাতৃত্বকালীন সময়েও কাজ করেন। সম্প্রতি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বারিপদ এলাকায় একজন সাফাইকর্মী কে দেখা গেল সন্তানকে নিয়েই কাজ করতে। সাফাই কর্মীর নাম লক্ষীমুখি বারিপদ। প্রতিদিন ঝাঁটা নিয়ে তিনি এলাকা পরিষ্কার করেন, বর্তমানে সন্তানের জন্ম দিয়েছেন তিনি আর সন্তানের জন্ম দেওয়ার পরেও তাকে একই রকম ভাবে কাজ করতে দেখা গেল।
ঝাঁটা হাতে তাকে রাস্তা পরিষ্কার করতে দেখা গেলো, ওই মহিলার ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে লক্ষীদেবীর পিঠে একটি ব্যাগ বাধা রয়েছে, সেই ব্যাগে রয়েছে তার সদ্যজাত সন্তান। দুধের সেই শিশুকে পিঠে বেঁধেই কাজ করছেন লক্ষ্মী। রাস্তাঘাট থেকে শুরু করে নালানর্দমা সবই পরিষ্কার করছেন তিনি, অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এইভাবে পরিশ্রম করতে গিয়েও তার কোথাও কোন কষ্ট নেই কোন ক্লান্তি নেই।
লক্ষ্মী শুধু কাজের ফাঁকে একটু বিরতি চান, না বিশ্রাম নেওয়ার জন্য না, দুধের শিশুকে দুধ খাওয়ানোর জন্য। খুব অদ্ভুত লাগে যখন পিঠে বাধা অবস্থায় সদ্যজাত শিশুর দিকে চোখ যায়, সেও তার মাকে বিন্দুমাত্র বিরক্ত করছে না। চুপচাপ বসে আছে এদিক ওদিক তাকাচ্ছে, মায়ের লড়াইয়ে সেও একজন যোদ্ধা। পৌরসভার একজন চুক্তিভিত্তিক সাফাই কর্মীর এরকম ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যে রাঁধে সে চুলও বাঁধে কথাটিকেই একটু ঘুরিয়ে বলা যায়, যে মা সন্তান মানুষ করে সে পরিবার প্রতিপালনও করে, লক্ষ্মী দেবী তার জলজ্যান্ত উদাহরণ।
লক্ষ্মী দেবীর স্বামীর উপার্জন খুব একটা ভালো নয়, তাই তার পক্ষে কাজ ছাড়া সম্ভব নয়, তাই পেশাও সন্তানের প্রতি দায়িত্ব দুটোকেই সমানভাবে সামলাচ্ছেন তিনি। ভিডিও দেখে নেটিজেনরা বলেছেন, আধুনিক যুগের মা, একা হাতে সবদিক সামলায়।
#WATCH | Odisha: A lady sweeper, Laxmi cleans the road in Mayurbhanj district with her baby tied to her back. pic.twitter.com/g7rs3YMlFn
— ANI (@ANI) May 29, 2022