ভাইরাল ভিডিও

নতুন কুকুর পেয়ে দারুন খুশি সুপারস্টার শুভশ্রী পুত্র ইউভান! পোষ্যের সঙ্গে খেলায় ব্যস্ত ইউভান, ভাইরাল হলো ভিডিও

রাজ-শুভশ্রীর পুত্র সন্তান ইউভান এখন জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে একজন। সম্প্রতি তার প্রকাশিত একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এই ভিডিওগুলি রিঅ্যাকশন এবং কমেন্ট বক্সে দেখা যায় ইউভানের অনুরাগীদের তার প্রতি ভালোবাসা

টলিপাড়ার জনপ্রিয় দুটি মুখ রাজ চক্রবর্তী এবং শুভশ্রী। বাংলার জনপ্রিয় পরিচালক প্রযোজক এবং রাজনৈতিক কর্মী রাজ চক্রবর্তী। কিছু বছর আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর সাথে। তার কিছুদিন মধ্যেই তাদের একটি পুত্র সন্তান হয়, ইউভান। ইনি এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছেন তার নিজের বিভিন্ন দুষ্টুমির ভিডিও দিয়ে।

ইউভানের মা শুভশ্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছেলের একটি ভিডিও শেয়ার করে নেন। যদিও এখন বলে নয় প্রায় জন্মের পর থেকেই বিভিন্ন ভিডিও আসছে তার। মাঝেমধ্যেই শুভশ্রী ছেলের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা নিয়ে বেশ মাতামাতি করেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা। তবে ধীরে ধীরে ইউভানের ফ্যান বেস বেশ স্ট্রং হয়ে উঠেছে। কিছুদিন আগেও মা-বাবার সঙ্গে আমেরিকা এবং জামাইকা ঘুরেছে ইউভান। সেখানেরও তার এক বান্ধবী ঠোঁটে চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।

সম্প্রতি আবারও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বাড়ির সারমেয়দের সাথে খেলার আমেজে মশগুল হয়ে রয়েছেন ছোট্ট ইউভান। পোষ্যদের সাথে নিজের মতো করে খেলছেন, কথা বলছেন তারকা পুত্র। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে তার মায়ের গলা। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী সকলের উদ্দেশ্যে সুপ্রভাত জানিয়েছেন।

অভিনেত্রীর এই ভিডিও পোস্টে কমেন্ট সেকশনে বয়ে গেছে কমেন্টের ধারা। কমেন্ট করেছেন বাংলাদেশের অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা, অভিনেত্রী দেবলীনা কুমার সহ আরও অনেকেই। শুধু সমাজের গণ্যমান্য ব্যক্তিরাই নন রাজ – শুভশ্রীর অনুরাগীরা এমনকি ইউভানের অনুরাগীরাও কমেন্টের মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন ছোট্ট ইউভানের প্রতি।

Related Articles

Back to top button