অলৌকিক মাছ বৃষ্টি দেখল ভারতের মানুষ! মুহুর্তের মধ্যে ভিডিও হল ঝড়ের গতিতে ভাইরাল!

সোশ্যাল মিডিয়াতে কমবেশি কিছু না কিছু ভাইরাল হয় রোজ। প্রায়ই দেখা যায় ছোট ছোট ছেলেমেয়েরা নাচ-গান করে ভাইরাল হচ্ছে, কেউ বা কবিতা আবৃত্তি করে ভাইরাল হচ্ছে, কেউবা বিভিন্ন ছোট ছোট মজার ভিডিও করে ভাইরাল হচ্ছে, আবার নানান রকম মিমিক্রি করেও ভাইরাল হতে দেখা যায়। ছোটদের পাশাপাশি বড়রাও এই ভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বিভিন্ন রকম নাচ-গান করে ভাইরাল হচ্ছেন সেলিব্রেটিরাও। এছাড়া মাঝেমধ্যেই পশুপাখিদের নানারকম ভিডিও দেখা যায়, তাদের নানান রকম অদ্ভুত আজব কান্ড কারখানা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি অদ্ভুত ঘটনা দেখা গেছে। ভিডিওতে মাছের বৃষ্টি দেখা গেছে। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। অন্য কোন দেশে নয় আমাদের ভারতবর্ষের বিহারে এই অদ্ভুত অবিশ্বাস্য আজব ঘটনাটি ঘটেছে আর ভিডিওটি ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যে অসংখ্য মাছ পড়ে আছে আর সেই মাছগুলি ধরতে সাধারণ মানুষ ছুট লাগিয়েছেন। এরকম দৃশ্য দেখে তারাও অবাক।
বিহারের গলায় জেলার আমাস থানায় ঘটেছে ঘটনাটি। সেখানেই এই রকম মাছের বৃষ্টি হয়েছে। যদিও এই রকম মাছের বৃষ্টির পেছনে রয়েছে অন্য কারণ। গত শনিবার মাছ বোঝাই একটি ট্র্যাক ওই এলাকা দিয়ে যাচ্ছিলো, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। এবার সঙ্গে সঙ্গে ট্র্যাকে থাকা মাছ রাস্তাতে ছড়িয়ে পড়ে। বিনামূল্যে এরকম জ্যান্ত মাছ পড়ে আছে দেখে স্থানীয় বাসিন্দারা পড়িমড়ি করে ছুটতে শুরু করেন। তাদের মধ্যে তখন প্রতিযোগিতা লেগেছে কে কতগুলি মাছ নিতে পারবেন।
কেউ কাপড়ে, কেউ বালতিতে, কেউ আবার বস্তা নিয়ে হাজির হয়েছেন মাছ ধরার জন্য। রাস্তা দিয়ে যেতে যেতে পথ চলতি লোকেরাও এই দৃশ্য দেখে গাড়ি বাইক থামিয়ে নেমে যাচ্ছেন আর শুরু করছেন মাছ ধরতে। এরকম একটি অদ্ভুত ঘটনা ঘটতে দেখে কেউ একজন মোবাইলের ক্যামেরায় সেই পুরো ঘটনাটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেন আর ব্যস মুহূর্তের মধ্যেই হু হু করে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ভিডিও দেখে বেশ খুশি হয়েছেন, কেউ কেউ আবার ঐ ট্র্যাক মালিকের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তার কতটাকা লোকসান হয়ে গেলো সে কথা ভেবে দুঃখ করেছেন।