কোটিপতি হওয়া সত্বেও সাদামাটা জীবন কাটান অনন্যা! ভালো জামা নয় “গামছা পোশাক” পড়েন অনন্যা! স্টাইল স্টেটমেন্ট এ ভাইরাল হতে গিয়ে বিশাল ট্রোল্ড হলে অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডে। বর্তমানে তার বড় মেয়ে অনন্যা পান্ডে। বলিউডের বেশ কিছু মুভিতে অভিনয় করে অনেকটাই জনপ্রিয়তা ছিনিয়ে নিয়েছেন। এই অনন্যা পান্ডে তার বিভিন্ন কথাবার্তার জন্য অথবা বিভিন্ন কারণেই সোশ্যাল মিডিয়ার শিরোনামে চলে আসেন। আবারও একবার তাকে নিয়ে চর্চা হতে দেখা গেল তার স্টাইল স্টেটমেন্টের জন্য।
সম্প্রতি অভিনেত্রী তার আপকামিং সিনেমা “লাইগার” এর প্রচারের কাজে ব্যস্ত আছেন। এমনই একটি প্রচারের কাজেই তাকে ক্যামেরাবন্দি করলেন পাপারাৎজিরা। সেখানেই তাকে দেখা গেল গামছা প্রিন্টের পোশাকে। গামছা প্রিন্টের টু পিস পরেছিলেন অভিনেত্রী। আর সেই পোশাকের জন্যই চরম ট্রোল হতে হলো তাকে।
সেখানে অভিনেত্রীকে দেখা গেলো লাল এবং সাদা গামছা প্রিন্টের একটি টু’পিসে। সাদা লাল এর মধ্যে চেক প্রিন্টের টাউজারের সঙ্গে জ্যাকেট এবং একইরকম প্রিন্টের ব্রালেট পরেছিলেন তিনি। এই পোশাকের জন্যই “গামছা ড্রেস” কথার মাধ্যমে করা হয় অভিনেত্রীকে। এই পোশাক দেখেই হাসির রোল উঠলো নেট পাড়ায়। যে স্টাইল স্টেটমেন্ট এর জন্য প্রশংসিত হতেন তিনি আর এখন তার জন্যই ট্রোলড হতে হলো তাকে।
তবে অনেকেই আবার তার স্টাইল সেন্সের জন্য তার প্রশংসাই করেছেন। এসব কিছুর মধ্যেও বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এখন তিনি তার আপকামিং সিনেমা লাইগারের প্রোমোশনে ব্যস্ত থাকলেও হাতে তার আরও নতুন একটি সিনেমা রয়েছে। ‘খো গয়ে হাম কাহা’ নামের একটি নতুন প্রজেক্ট এই ইতিমধ্যেই কাজ শুরু করেছেন অভিনেত্রী।
View this post on Instagram