“বয়স নিয়ে ট্রোল করতে হয় করুন কিচ্ছু যায় আসে না”, এবারে নিজের জন্মদিনে লাইভে এসে নিজের আসল বয়স সকলকে জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

টলিউডের একসময় জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বর্তমানে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে। তবে একসময় টলিউডের সুপারহিট ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। তার অভিনয় দর্শকের আজও মনে আছে। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়াতেই বেশি অ্যাক্টিভ থাকেন। নিজের স্পষ্ট বক্তব্য জানাতে কখনো পিছপা হন না। সত্যি কথা বলার জন্য অনেক সময় সমালোচনা এবং ট্রোলের মুখোমুখি হয়েছেন কিন্তু তাও স্পষ্ট কথা বলা থেকে কখনোই পিছিয়ে আসেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়েছিলেন এই বছর জন্মদিনে নিজের আসল বয়স প্রকাশে আনবেন অভিনেত্রী। বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা মাত্র তাই প্রমাণ করে দেবেন।
৩০ আগস্ট ছিল অভিনেত্রীর শুভ জন্মদিন। মধ্যরাত থেকে শুরু হয়ে গেছিল সেলিব্রেশন। মেয়ে মাইয়্যা, শ্রীলেখার জিম পার্টনার ত্র্যম্বক রায়চৌধুরী সহ আরো কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত ছিল অভিনেত্রীর জন্মদিনে অভিনেত্রী নিজের জন্মদিনে সেজে উঠেছিলেন বেইজ রঙা পোশাকে। এর সাথে পড়েছিলেন মানানসই জুয়েলারি সারা ঘর সাজানো হয়েছিল হলুদ কালো রঙের বেলুন এবং নানান রঙের আলো দিয়ে।
এমনকি নিজের জন্মদিনের দিন মেয়ে মাইয়্যার সঙ্গে ‘উ আনটাভা’ গানের সঙ্গে চুটিয়ে নাচ করতে দেখা গিয়েছে শ্রীলেখাকে। জন্মদিনে দিন লাইভে এসেছিলেন অভিনেত্রী অভিনেত্রীকে লাইভে কেক কাটতে দেখা গিয়েছে। সকলের উদ্দেশ্যে তিনি বলেছিলেন “১৯৭২ এ জন্ম। আমি পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাইলে করো। কিচ্ছু যায় আসে না।” জন্মদিনের পার্টিতে ছিল খাওয়া-দাওয়ার এলাহী আয়োজন।
তিনি আরো বলেন, “আমার মেয়েকে যতগুলো ছেলে দেখবে তার থেকে একটা বেশি ছেলে আমায় দেখবে।” মাইয়্যা তখন মন দিয়ে কেকের উপরে মোমবাতি জ্বালাতে ব্যস্ত। শ্রীলেখা বলে চলেন, “আগে বলা হত মেয়েরা কুড়িতেই বুড়ি। আমরা বয়সের বাধাটাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। বয়স শুধু একটা সংখ্যা। এটা শুধু আমাদের মনে রয়েছে। হাড়ের চিকিৎসকরাও এটাই বলেন। আমার এখন কোমরে ব্যথা হয়েছে।”
তাই নিজের জন্মদিন ছুটি উপভোগ করেছেন অভিনেত্রী। সকলের সঙ্গে হৈ-হুল্লোড় করে খাওয়া-দাওয়া করে কাটিয়েছেন নিজের দিনটা। কিন্তু এত সবার মধ্যেও ভুলে যাননি নিজের সব থেকে প্রিয় এবং কাছের মানুষ বাবাকে। বাবার উদ্দেশ্যে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন ‘বাবা তোমায় ছাড়া জন্মদিন, এই প্রথম। চাইনি করতে, হয়ে গেল। হয়তো তুমি চেয়েছিলে।’
View this post on Instagram