ভাইরাল ভিডিও

কবিতা পাঠের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সবজি বিক্রেতা, ভুবন বাবুর পর এবারে সোশ্যাল মিডিয়া থেকে আরো একজন ভাইরাল

বর্তমানে সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মুহূর্তের মধ্যে যেকোনো ভিডিও ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওর সেই মানুষ ও রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠে। যেমন আমরা রানাঘাটের রানু মন্ডল ও বীরভূমের ভুবন বাবু কে চোখের নিমেষে রাতারাতি সেলিব্রিটি হতে দেখেছি। এবারে সেরকমই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এক বৃদ্ধ।

সম্প্রতি বেশ কিছুদিন ধরেই এই বৃদ্ধের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে ওই বৃদ্ধ কে কবিতা পাঠ করতে শোনা গিয়েছে। ভিডিওতে যে বৃদ্ধ কে দেখা যাচ্ছে তিনি পেশায় একজন সবজি বিক্রেতা। গ্রামের পথে সবজি বিক্রি করতে করতেই তার কবিতা পাঠের এই ভিডিও ভাইরাল হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই বৃদ্ধের নাম, ঠিকানা, পরিচয় কিছুই জানা যায়নি।

ওই বৃদ্ধের অসাধারণ কবিতা পাঠের মাধ্যমে সবজি বিক্রির পদ্ধতি সকলেরই নজর কেড়েছে। তাই তো তার ভিডিও এখন রাতারাতি ভাইরাল। বর্তমানে বীরভূম জেলার ভুবন বাবু এখন স্টার। নানান জায়গায় শো করে বেড়াচ্ছেন। যাত্রা টেও নাম লিখিয়েছেন তিনি। অন্যদিকে রানু মন্ডল নিজের জনপ্রিয়তা হারিয়েছেন। এবারে দেখার অপেক্ষা এই কবিতা দাদু কতটা ভাইরাল হতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

Related Articles

Back to top button