৫৯ বছর বয়সে ‘চোখ তুলে দেখো না’ গানে উদ্দাম নাচ প্রসেনজিৎ-ঋতুপর্ণার! বয়স বাড়লেও প্রেম কমেনি, ভাইরাল ভিডিও

দুই দশক আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটির কথা আশা করি আপনাদের সকলের মনে আছে। ছবিটি বছরখানেক পুরনো হলেও দর্শকের মনে একই রকমভাবে রয়ে গিয়েছে। ঋতুপর্ণার প্রসেনজিতের সুপারহিট ছবির প্রতিটি সিন, ডায়ালগ, গান এখনো দর্শকদের মনে গেঁথে রয়েছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবির সেই জনপ্রিয় গান ‘চোখ তুলে দেখনা কে এসেছে’ তাকে আবারও মেতে উঠলেন ঋতুপর্ণা প্রসেনজিৎ। স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো মঞ্চে এসে আবারও তাদের দুজনকে এই গানের তালে নাচতে দেখা গিয়েছে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইস্মার্ট জড়ির প্রমো ভিডিওতে দেখা গিয়েছে ঋতুপর্ণা প্রসেনজিৎ আসতে চলেছে আগামী পর্বে। আগামী পর্বে অমর সঙ্গী স্পেশাল এপিসোড দেখানো হবে এবং সেখানে উপস্থিত হয়েছে ঋতুপর্ণা প্রসেনজিৎ রিয়েল লাইফের জুটিদের সঙ্গে খেলবেন তারা। সেই মঞ্চে এসে নিজেদের সুপার হিট গানের সঙ্গে নেচে মাতিয়ে দিলেন সকলকে।
দুজনকে দেখে জিৎ প্রশংসায় ভরিয়ে দেন। জিৎ এর মতে দুজনের ছবি এখন একসাথে বেরোলে মনে হবে ডেবিউ ফিল্ম করতে নামছে। আর জিৎ এর মুখে এই কথা শুনে দুজনেই হেসে ওঠে। এই মঞ্চে রিয়েল লাইফের জুটিরা নিজেদের জীবনের গল্প বলতে আসেন এবং নানা ধরনের খেলা খেলতে আসে। কিন্তু ঋতুপর্ণা প্রসেনজিৎ আসার পর জিৎ বলে ওঠে ইস্মার্ট জরি আসলে তো ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ। কারন এত বছর পরেও তাদের জুটির জনপ্রিয়তা এতটুকু কমেনি।
এইদিন খেলার মাঝে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হঠাৎই তাদের সিনেমার একটি দৃশ্য ভাগ করে নেন সকলের সঙ্গে। ঋতুপর্ণার একটি মজার সিক্রেট তথ্য ফাঁস করে দেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান ছবিতে তাদের একটি দৃশ্য শ্যুট হচ্ছিল প্রসেনজিতের পায়ের কাছে বসে ঋতুপর্ণা সেই শুট করবে। কিন্তু হঠাৎই প্রসেনজিৎ ঋতুপর্ণার নাক ডাকার আওয়াজ শুনতে পায় বেচারী নায়িকা ক্লান্ত হয়ে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। আর এই সিক্রেট বলে দেওয়ার পরে ঋতুপর্ণা পাশ থেকে মুচকি মুচকি হাসতে থাকে এবার লজ্জায় লাল হয়ে যায়। রেগে গিয়ে নিজের নায়ক কে মেরেও দেন তিনি। আর পুরো ঘটনাটা সকলেই বেশ আনন্দ পেয়েছেন।
View this post on Instagram