ভাইরাল ভিডিও

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও ছেঁড়া কাপড় পরছে স্ত্রী টুইঙ্কেল এবং ছেলে আরভ! ভাইরাল ভিডিওতে কটাক্ষ নেটিজেনদের

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অনেকগুলি বছর ধরে দর্শকদের দিয়ে যাচ্ছেন একের পর এক হিটস। সারা বছর নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখেন অভিনেতা। তেমনই রোজগারও করেন প্রচুর অর্থ। স্ত্রী টুইঙ্কেল খান্না এবং অক্ষয় দুজনেই বিপুল সম্পত্তির মালিক। এরপর স্ত্রী টুইঙ্কেল এবং ছেলে আরভকে নিয়ে হলো তাদের স্টাইলিং এর চর্চা তথা ট্রোলিং।

সম্প্রতি এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পরেছেন অভিনেত্রী ও তার পুত্র। দুজনকেই দেখা গেছে ছেঁড়া স্টাইলের কাপড়ে। যদিও এই পোশাক যে হঠাৎ করে এনারা ব্যবহার করছেন তেমন কিন্তু নয়। এই স্টাইলিং এর পোশাক বহু বছর ধরেই প্রচলিত। এক বিপুল সংখ্যার মানুষ এই স্টাইল পছন্দও করেন। তার পরেও এই ধরনের স্টাইলিং নিয়ে নেট পাড়ায় চর্চা হচ্ছে অভিনেত্রী ও তার পুত্রকে নিয়ে।

কমেন্ট সেকশন ভরে গিয়েছে ট্রোলে। কেউ কেউ প্রশ্ন করেছেন,‘এত টাকা থাকতেও ফাটা কাপড় পড়েছে’। আবার এমনও অনেকে আছেন যারা অক্ষয় পুত্রের বডিসেমিংও করেছেন। আরো কিছু কমেন্টে নেটিজেনরা লিখেছেন, আরভ এমন অদ্ভুত কেন? কেন এমন অদ্ভুত ভাবে হাটে? তো কেউ আবার বলেছেন, সবসময় এমন ব্যাগ নিয়ে থাকে কেন?

অভিনেতার যে পিপুর পরিমাণ অর্থ রোজগার আবার অন্যদিকে তার স্ত্রীর সম্পত্তির পরিমাণও কম নয়। তারপরেও শুধুমাত্র স্টাইলিং এর জন্য ট্রোল হতে হচ্ছে নেট মাধ্যমে। এমনকি এও জানা যায় যে বলিউডে কোটি কোটি টাকা তিনি ডিমান্ড করেন এক একটি সিনেমার জন্য। আবার বলিউডের সবথেকে বেশি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন অভিনেতা। এই কারণে ইনকাম টেক্স ডিপার্টমেন্টের তরফ থেকে তাকে সম্মানিত করা হয়েছে। এত সবকিছুর পরেও শুধুমাত্র সাধারণ স্টাইলিং এর জন্য নেট মাধ্যমে চর্চার শিরোনামে এখন তার পরিবার।

 

View this post on Instagram

 

A post shared by Koimoi.com (@koimoi)

Related Articles

Back to top button