ভাইরাল ভিডিও

কেষ্টা বেটাই চোর, আমুলের এই পোস্ট কে কে ঘিরে বির্তকের সঞ্চার নেট মিডিয়াতে

সদ্য বাঙ্গালীদের ঘরে ঘরে পালিত হয়েছে জন্মাষ্টমী। হিন্দু পুরাণে আছে এই দিন নাকি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। তাই এই দিনে প্রতিটি হিন্দু বাড়ীতে জাঁকজমক করে পালিত হয় এই জন্মাষ্টমী । এবার জন্মাষ্টমী উপলক্ষে বার্তা প্রেরণ করলেন ভারতবর্ষের সর্ববৃহৎ সংস্থা আমুল কোম্পানি। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এই সর্ববৃহৎ সংস্থাটি দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

আমুল সংস্থাটি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বার্তা প্রেরণ করতে গিয়ে আমুল বাটারের ছবির সঙ্গে লিখেছে শুভ জন্মাষ্টমী এবং তার নিচে লেখা আছে কেস্টা বেটাই চোর। এই নিয়েই শুরু হয় নানা বিতর্ক। এই মন্তব্যের মধ্যে অনেকে খুঁজে পেয়েছে রাজনৈতিক গন্ধ।

ভগবান শ্রীকৃষ্ণকে মাখন চোর বলা হয়। আমূল সংস্থা লিখেছেন কেষ্ট বেটাই চোর। সোশ্যাল মিডিয়াবাসীরা এই কথাটির সাথে বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের যোগসূত্র খুঁজে পেয়েছেন। এই অনুব্রত মণ্ডলের অপর নাম কেষ্ট মন্ডল। 11 ই আগস্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মন্ডলের নামে অভিযোগ আছে যে তিনি নাকি গরু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত। যদিও সেই বিষয়গুলি তদন্ত সাপেক্ষ।

কিন্তু আমল সংস্থার এই বার্তাটি চোখে পড়ার পর নেটিজেনরা আরো একটি আলোচনার সূত্র খুঁজে পেয়েছি। প্রসঙ্গত কিছুদিন আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর থেকে শাসকদল কিছুটা অস্বস্তির মধ্যে পড়েছে। আবার সেই রেশ কাটতে না কাটতেই সিবিআই এর হাতে ধরা পড়েছেন তৃণমূলের আর এক নেতা অনুব্রত মণ্ডল। তাই এই পোস্টটি শাসকদলের কাছে বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Related Articles

Back to top button