ভাইরাল ভিডিও

নজরুল মঞ্চে কেকের ‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’ গেয়েই গায়ককে শ্রদ্ধা জানালেন অনুপম রায়! করলেন নীরবতা পালন ও!

কলকাতা নজরুল মঞ্চে এসে প্রয়াত হন বলিউডের বিখ্যাত গায়ক কে কে‌। চার দিন আগে আমরা হারিয়েছি এই গায়ক কে। এইদিন কয়েকটি গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন কে কে। তারপর হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। গায়কের মৃত্যুর পর তাকে কলকাতায় মুখ্যমন্ত্রীর তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং পরে তার মরদেহ পাঠানো হয় মুম্বাইতে। গায়কের মৃত্যুকে নিয়ে প্রত্যেকটি মানুষই নজরুল মঞ্চের ব্যবস্থাপনাকেই দায়ী করছেন। আসনের অতিরিক্ত মানুষের উপস্থিতি, অত্যন্ত গরমের মধ্যে এটি ঠিক মত কাজ না করা এসবই তার মৃত্যুর কারণ বলে অনুমান করছেন মানুষ।

আরও পড়ুন: ‘বরটা বড়‌ই বোকা/কেন নড়লো মাথার পোকা?’বিভীষিকাময় রাত্রে বাধ্য হয়ে কলম ধরলেন রূপঙ্কর পত্নী চৈতালী!

এরপর গতকাল অর্থাৎ শুক্রবার নজরুল মঞ্চে গান গাইতে ওঠেন গায়ক অনুপম রায়। অনুপম রায় তার ব্যান্ড ‘দ্য অনুপম রায় ব্র্যান্ড’ নিয়ে মঞ্চে ওঠেন। এরপর তিনি প্রথমে তাঁর গানের অনুষ্ঠান শুরু করেন,“ আমি আজকাল ভালো আছি। তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে।” গান দিয়ে। এই গান গাইতে গাইতেই নস্টালজিক হয়ে পড়েন অনুপম। তিনি জানান তার বারবার মনে পড়ছে গত দুদিন আগের রাতের কথা। যখন হাসপাতালে গিয়ে শুনতে পেলেন কেকে আর নেই।

এরপর জনপ্রিয় এই গায়ক বলেন, আমরা কি সেই শিল্পির জন্য নীরবতা পালন করতে পারি? অনুপমের কথায় অডিটরিয়ামে উপস্থিত সমস্ত দর্শকরাই সম্মতি জানান। এরপর পর্দায় ভেসে ওঠে কেকের ছবি আর সকলে মিলে নীরবতা পালন করেন। এই সময় অনুপম কেকের গান গেয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য জানান। কেকের গাওয়া সেই বিখ্যাত গান, ‘হাম রহে ইয়া না রহে কাল/ হাম ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল।’ এই গান শুনে সকলেরই তখন চোখ ছল ছল করছে কিন্তু তারা নীরব।

আরও পড়ুন: কালো ছেলের ফর্সা বউ দেখে ভয়ঙ্কর ট্রোল করার পর‌ সেই ছেলের পরিচয় জেনে মাথায় হাত পরল সবার!

কিছুক্ষণ পরেই সকলে হাততালি দিয়ে গলা মেলাতে শুরু করেন অনুপমের সঙ্গে। কেকে র মত শিল্পীরা কখনো শেষ হয়ে যান না, তারা চিরকাল অমর হয়ে থেকে যান তাদের গানের মধ্য দিয়ে, তাদের কন্ঠের মধ্য দিয়ে। ঠিক যেমন কে কে চলে গেলেও পড়ে রইল তার অজস্র গান। যে সকল গানের মধ্যে ঘুরে ফিরে আসবে তার স্মৃতি আর তার স্মৃতি বয়ে বেড়াবে কলকাতা মহানগরী, তার স্মৃতি হয়ে থেকে যাবে নজরুল মঞ্চ! তবে চিরকাল নজরুল মঞ্চ কর্তৃপক্ষের গায়ে এই প্রশ্ন চিহ্ন‌ও লেগে থাকবে। একজন এত বড় মাপের বলিউড গায়কের জীবন কি তাদের গাফিলতির জন্য‌ই শেষ হয়ে গেলো? প্রশ্নগুলো থেকেই যাবে।

Related Articles

Back to top button