ভাইরাল ভিডিও

এত বড়ো গায়িকা হয়েও নেই কোনো অহংকার! দুবাইতে নিজের রেস্তোরাঁয় রান্না করছেন কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে, তুমুল ভাইরাল হল সেই ভিডিও

আশা ভোঁসলে, এই নামটা নিলেই সবার প্রথম মনে আসবে তার গান। লেজেন্ডারি সংগীত শিল্পী আশা ভোঁসলে। কথায় আছে “যে রাধে সে চুল ও বাঁধে”। তেমনি যার কন্ঠ সরস্বতীর আশীর্বাদ ধন্য তার রান্নার হাত তেমনি অন্নপূর্ণার আশীর্বাদ ধন্য। শুধু ভালো গান গাইতে পারেন বা ভাল রান্না করতে পারেন তাই নয় তিনি একজন সফল উদ্যোক্তাও। বিদেশের বিভিন্ন জায়গায় আছে আশা ভোঁসলের রেস্তোরাঁ। এই কিংবদন্তি গায়িকা বিগত কুড়ি বছর ধরে যুক্ত রয়েছেন হসপিটালিটি বিজনেস এর সাথে। ইংল্যান্ড, দুবাই শহর বিশ্বের বিভিন্ন জায়গায় আছে তার বেশ কয়েকটি রেস্তোরাঁ। সেখানে ভারতীয় খাবারের স্বাদ চেটেপুটে নিচ্ছেন সেখানকার বাসিন্দারা।

সম্প্রতি কিংবদন্তি গায়িকার একটি রান্নার ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে তার নিজের রেস্তোরায় তিনি নিজে হাতে রান্না করছেন সুসজ্জিত কেবিনে। গায়িকা রয়েছেন অ্যাপ্রন পরে। রান্না ঠিক কতটুকু হয়েছে সেটা বুঝতে তিনি নিজেই শুকে দেখছেন রান্নার গন্ধ। এই ভিডিও পোস্ট হবে মাত্রই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। চোখে পড়েছে বহু কমেন্ট যা লিখে স্পষ্ট গায়িকার প্রতি তাদের ভালোবাসা। এখনো রাগে লিখেছেন, “গানা আর খানা- মারাত্মক কম্বিনেশন, দুটোই মনের খুব কাছের”। অপর একজন লেখেন, “এবার কিংবদন্তি গায়িকার পাশাপাশি মাস্টার শেফও আপনি”।

সম্প্রতি দুবাইয়ে নিজের রেস্তোরাঁয় রান্না করার এই ভিডিও পোস্ট করেছেন গায়িকার নাতনি জানাই ভোঁসলে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেই রেস্তোরাঁর সাজসজ্জা দেখলে একেবারে তাজ্জব বনে যেতে হয়। “আশা’ স” রেস্তোরাঁ ঢুকবার মুখেই রয়েছে একটি ওয়েটিং রুম। সেখানে বেগুনি রংয়ের বেশ আরামদায়ক গাউছে বসতে পারবেন রেস্তোরায় আসা লোকেরা। চারপাশে টাঙ্গানো আছে গায়িকার ব্ল্যাক এন্ড হোয়াইট সব ফটো। এরপরই রয়েছে রেস্তোরার মূল অংশ। সমস্ত রেস্তোরার সাজসজ্জা ঠিক করেন গায়িকা নিজে। এই ভিডিওতে সম্পূর্ণ রেস্তোরাঁর সাথে গায়িকা কেউ রান্না করতে দেখা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Asha Bhosle (@asha.bhosle)

Related Articles

Back to top button