খোকা যাবে অটো চড়ে ব্যাঙ হবে সারথি- খুদের তুতলিয়ে বলা ছড়া ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কথায় বলে, বাচ্চা আর ফুল যারা পছন্দ করেন না, তারা মানুষের পর্যায়ে পড়েন না- অর্থাৎ ছোটো বাচ্ছাদের ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর! শিশু হলো নারায়ণ! তাই তাদের মধ্যে কোন হিংসা, দ্বন্দ্ব, পাপ এসব কিছুই থাকে না! প্রায় শিশুদের নানান রকম সরল মনে বলা কথা তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগে যেমন একটি ভিডিওতে দেখা যাচ্ছিলো যে একটি শিশু বীজ খেয়ে ফেলেছে বলে তারস্বরে কাঁদছে এই বলে যে, এইবার তার পেটে গাছ হবে! সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল হলে খুদের সরলতা দেখে সকলে হেসে ছিলেন। আসলে এই রকমই হয় বাড়ির খুদে সদস্যরা, সারাদিন দুষ্টুমি নিয়ে মেতে থাকেন তারা।
আরও পড়ুন: সারোগেসির মাধ্যমে জন্ম দেওয়া সন্তানকে হারিয়ে ছিলেন অমৃতা রাও
একবার আবার আটার কোটো মুখে ফেলে সারা গায়ে আটা মেখে ভূত হওয়া একটি পুচকের ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ছোটো অনুশ্রুতের ভিডিও তো প্রায়ই সকলের মনে আছে। চুল কাটা নিয়ে নাপিতের সাথে রীতিমত ঝগড়া শুরু করে দিয়েছিলো সে। এমনকি সেলুনকাকুকে চুল না কাটার জন্য ভয়ও দেখিয়ে ছিল সে। এছাড়াও বিভিন্ন সময় দেখা যাচ্ছে অনেক খুদেরা নিজেদের মতো করে নাচ, গান, আবৃত্তি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে।
আগে মানুষের আত্মপ্রকাশের এত সুযোগ ছিল না কিন্তু সোশ্যাল মিডিয়া মানুষের হাতের কাছে সেই সুযোগ এনে দিয়েছে। আসলে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সকলেই নিজেদের যেকোনো কাজের জিনিস, শখের জিনিস তুলে ধরতে পারেন, মানুষের পছন্দ হলেই তা হিট হয়ে যায়। এই কারণেই আজকাল সকলেই বাড়ির খুদেদের করা বিভিন্ন কাণ্ডকারখানা তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায় আর নেটাগরিকদের মন ছুঁয়ে গেলেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। সম্প্রতি একটি খুদে সদস্যের ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি খুদে একের পর এক ছড়া আধো-আধো গলায় বলে চলেছে। কখনো কখনো সে ছড়ার মধ্যে থাকা বেশ কিছু শব্দের উচ্চারণ করতেও পাচ্ছে না, তবু নিজের মতো করে মজার ছলে ছড়া বলছে খুদে।
‘আমরা দুটি ভাই শিবের গাজন গাই’ থেকে শুরু করে ‘হাট্টিমাটিম’ ছড়া গুলি আধো-আধো গলায় দুলে দুলে বলেই চলেছে পুচকে আর খুদের তুতলানো সেই ছড়া বলা শুনেই মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেন।