‘গানের স্কুল খুললেন ভুবন বাদ্যকর?’! সামনে এল ‘কাঁচা বাদাম’ কাকুর গান শেখানোর ভিডিও, নাতনিকে পাশে বসিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান ধরলেন বাদাম কাকু ভুবন বাদ্যকর, ভাইরাল ভিডিও

ভুবন বাদ্যকর কিছুদিন আগেও যিনি কাঁচা বাদাম বিক্রি করতেন, হঠাৎ ‘কাঁচা বাদাম’ গান গেয়ে ভাইরাল হয়ে যান এই মানুষটি। তারপর রীতিমতো সেলেব্রিটির মত কদর বাড়তে থাকে তার। ভাইরাল গানের জন্য কখনো বিদেশে তো কখনো টেলিভিশন মঞ্চে গিয়ে হাজির হন তিনি। কখন আবার দেখা যায় জিতের ‘ইস্মার্ট জোড়ির’ মঞ্চেও স্ত্রীকে নিয়ে হাজির হয়েছেন ভুবন বাদ্যকর, কখনো আবার দেখা যায় অপরাজিত খ্যাত জিতু কমল ও নবনীতার সাথে ভুবন বাবু ও তার স্ত্রী! গান গেয়ে সেলিব্রিটি হওয়ার পর পাকা বাড়ি করেছেন বাদাম কাকু, বাড়ির মধ্যে সুন্দরভাবে করেছেন ইন্টেরিয়র ডেকোরেশনও।
লাইম লাইটে থাকার জন্য সব সময় কিছু না কিছু করেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। কিছুদিন আগেই যেমন দেখা যাচ্ছিল জনপ্রিয় গায়ক কেশব দের সাথে জুটি বেঁধে গান গাইছেন ভুবন। কেশব ও ভুবনের নতুন মিউজিক ভিডিও এসেছে, মিউজিক ভিডিওটির নাম,“ হবে নাকি বউ?” এই ভিডিওতে দেখা যাচ্ছে একদিকে কেশব আর অন্যদিকে সুন্দরী পায়েল মুখোপাধ্যায়ের মাঝখানে নাচছেন ভুবন বাদ্যকর। এছাড়া এখানে বাদাম কাকুর স্ত্রী আদুরিও ছিলেন।
এই মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে একটি Rap গান ও গেয়েছেন ভুবন। এই ভিডিও প্রসঙ্গে কেশব দে বলেন, বাদাম কাকুকে দেখিয়ে তারা নিজেদের গান হিট করতে চান না। তারা শুধু ওনার গানকেই এক্সপ্লোর করতে চান। একই ধরণের গান থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু গান গাওয়ানোর চেষ্টা করেছেন তারা। মিউজিক ভিডিওর পরিচালকও এই প্রসঙ্গে একই কথা বলেছিলেন, তার কথায় তারা অনেকদিন ধরেই পরিকল্পনা করছিলেন বাদাম কাকুকে দিয়ে যদি অন্য রকম কিছু করানো যায়, তখনই গানের লেখক বাদল পাল নতুন এই ট্যাগলাইন নিয়ে হাজির হন, গানের ট্যাগলাইন টি হল,“ তোমায় কাঁচা বাদাম কিনে দেবো হবে নাকি বউ?”
সম্প্রতি দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়েকে গান শেখাচ্ছেন ভুবন বাদ্যকর। হারমোনিয়াম বাজিয়ে একটি ছোট্ট মেয়েকে গান শোনাচ্ছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেল ভুবন বাদ্যকর অফিশিয়ালে এই ভিডিও শেয়ার করেছেন বাদাম কাকু। যেখানে দেখা যাচ্ছে হারমোনিয়াম বাজিয়ে সারগাম গাইছেন তিনি, পাশে বসে আছে একটি ছোট্ট মেয়ে। মেয়েটিও ভুবনের সঙ্গে গলা মিলিয়েছেন, মেয়েটি কে তার পরিচয় জানা না গেলেও মনে করা হচ্ছে মেয়েটি বাদাম কাকুর নাতনি। ভিডিওতে দেখা যাচ্ছে সামনে বসে থাকা একজন ব্যক্তি ভুবনকে নির্দেশ দিচ্ছেন আর সেই নির্দেশ মেনেই হারমোনিয়ামের সুর তুলছেন বাদাম কাকু। এই ভাবেই প্রতি সপ্তাহে নতুন গানের অনুশীলন করছেন বাদাম কাকু। ভিডিওটি এক মাস আগের হলেও সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।