সাধারণ মানুষ যেই মোবাইল কেনার স্বপ্ন দেখে সেই আইফোন ১৩ পেয়ে গেলেন ভুবন বাদ্যকর! বাদাম কাকুর ভাগ্য বলিহারি! পাকা বাড়ি থেকে চারচাকা হয়ে এইবার আইফোন ১৩ ও জুটে গেলো

সোশ্যাল মিডিয়ায় কেউ যদি একবার ভাইরাল হয় তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। ঠিক যেমন ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল, রানাঘাট স্টেশনে ভিক্ষা করে দিন যাপন করা রানু দি লতা মঙ্গেশকরের একটি গান গেয়েই রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন। তাকে সকলে লতা কন্ঠী বলতে শুরু করেন। তারপর পৌঁছে যান বলিউডেও। ঠিক একইরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন কাঁচা বাদাম গান গাওয়া ভুবন বাদ্যকর। একটি গানের জন্য রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি। তার জীবনটাই পুরো বদলে যায়, গোটা পৃথিবী জুড়ে তার নাম হয়ে যায় বাদাম কাকু। এরপর তার গান রেকর্ডিং হয়। দাদাগিরির মঞ্চ থেকে শুরু করে এরপর ইস্মার্ট জোড়ির মঞ্চে ও এসেছিলেন ভুবন।
একসময় কাঁচা মাটির বাড়িতে থাকতেন ভুবন বাদ্যকর, বর্তমানে তার পাকা বাড়ি হয়েছে। একদিন পুরোনো মোটর বাইক করে গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন তিনি, বিক্রি করতে করতে একদিন গান গাইতে শুরু করেন তিনি,“বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম”। এই গান গেয়েই তার দিন ফিরেছে, তারপর তার উত্তরোত্তর উন্নতি ঘটেছে।
কাঁচা বাড়ির পাশে পাকা বাড়ি বানিয়েছেন ভুবন তেমনি তার পুরোনো মোটর বাইক থেকে আজ হয়ে গিয়েছে চারচাকা। হ্যাঁ চারচাকা কিনেছেন তিনি। সম্প্রতি আইফোন ১৩ ও ভাগ্যে জুটে গেল বাদাম কাকুর! একেই বোধহয় বলে ভাগ্য! ভাগ্যে থাকলে কি না হয়! মানুষ এখন বলছে ভাগ্যে থাকলে আইফোন ১৩ ও উপহার হিসেবে পাওয়া যায়! হ্যাঁ, নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে আইফোন ১৩ পাওয়ার কথা বলেছেন ভুবন। না, আইফোনটি তার নিজের পকেট থেকে পয়সা দিয়ে কেনা নয়, এই বহুমূল্য আইফোনটি তিনি উপহার হিসেবে পেয়েছেন। আইফোনের উপহার পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি তিনি দিল্লীতে একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সেই অনুষ্ঠানেই উপহার হিসেবে তাকে আইফোন ১৩ দেওয়া হয়।
মধ্যবিত্তের কাছে এই ফোন যেন স্বপ্ন! আর হবে নাই বা কেন? এর দাম এত বেশি যে, সাধারণ মানুষ এই ফোন কেনার কথা ভাবতেই পারেন না! এত দামি বহুমূল্য ফোন টি কিনা উপহার হিসেবে পেয়েছেন ভুবন আর তাকে উপহার দেওয়া হয়েছে একটি গানের অনুষ্ঠানে।
প্রসঙ্গত উল্লেখ্য আইফোন ১৩ যে পরিমাণে বাজারদর সেই অনুযায়ী বলতে গেলে ন্যূনতম এই ফোনটির দাম শুরু হয় ৭০ হাজার টাকা থেকে। এই জিনিস উপহার হিসেবে পাওয়াকে রীতিমত ভাগ্য বলে মনে করছেন সকলে। এই ভাগ্য সত্যি ঈর্ষণীয় বলছেন নেটিজেনরা!