কাঁচা বাদাম এনে দেবো হবে নাকি বউ? বাদাম কাকুর নতুন গানে মেতে উঠলেন আট থেকে আশির মানুষ

আগেকার দিনের প্রতিভা প্রকাশের এত বেশি আয়োজন ছিল না , যা বর্তমানে হয়েছে। এখন কোন একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে সেটা যদি নেটিজেনদের মন ছুঁয়ে যায় তাহলেই কেল্লা ফতে। এই ভাবেই ভাইরাল হয়ে যায় অনুস্রুতের মতো ছোট ছোট শিশুরা। সেলিব্রেটিরা ও নানান রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়েন নিজেদের ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য। আবার অনেক সময় দেখা যায় কোন একটি ভিডিওর জন্যই রাতারাতি খ্যাতির সীমায় পৌঁছে গেলেন কেউ। এভাবেই ভাইরাল হয়ে যান রানু মন্ডল থেকে শুরু করে ভুবন বাদ্যকর।
হ্যাঁ, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান বাদাম কাকু ভুবন বাদ্যকর। রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় হট সেন্সেশন হয়ে যান তিনি। এরপর গানের জন্য তার সংবর্ধনা থেকে শুরু করে মুম্বাই অবধি পাড়ি দিয়েছিলেন তিনি। বাংলাদেশের জনপ্রিয় গায়ক হিরো আলমের সাথে জুটি বাঁধতে দেখা গিয়েছে বীরভূমের ভুবন বাদ্যকরকে। জনপ্রিয় রিয়েলিটি শো ইস্মার্ট জোড়ির মঞ্চেও দেখা গিয়েছিল তাকে। এই কিছুদিন আগে অপরাজিত খ্যাত অভিনেতা জিতু কমল ও তার স্ত্রী নবনীতাকেও দেখা যায় বাদাম কাকু ও তার স্ত্রীর সাথে কাঁচা বাদাম গানে নাচতে।
সম্প্রতি সকলের প্রিয় বাদাম কাকু নতুন একটি গান নিয়ে আসছেন। জনপ্রিয় গায়ক কেশব দের সাথে নতুন গান এ জুটি বাঁধবেন তিনি। ইতিমধ্যে নতুন সেই গানের ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গেছে। নতুন গানটি হল, ‘হবে নাকি বৌ’। তবে এইবারের এই নতুন গানে ভুবন বাদ্যকার একা নন তার স্ত্রী আদুরীকে ও দেখা গিয়েছে তার সাথে। এই ভিডিওতে গান গাওয়ার পাশাপাশি তাকে নাচতেও দেখা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, একসময় কুঁড়ে ঘরে থাকতেন ভুবন বাদ্যকর, কিন্তু এখন তার রোজগার আগের তুলনায় অনেক বেড়ে গেছে সেই কারণে নতুন পাকা ঘর করেছেন তিনি। আবার গানের জন্য তার খ্যাতি ছড়িয়ে পড়েছে দূর দূরান্ত। কখনো ইউটিউবারদের সাথে তো কখনো অভিনেতা অভিনেত্রীদের সাথে তো কখনো গায়ক গায়িকার সাথে এক স্ক্রিনে দেখা যাচ্ছে ভুবন কাকুকেও, আবার নিজস্ব গানের ভিডিও অ্যালবাম তৈরি করছেন তিনি। এইসব দেখে নেটাগরিকরা রীতিমতো চমকে যাচ্ছেন। ভুবন বাদ্যকরের প্রতিভা তারা এক কথায় স্বীকার করে নিয়েছেন তার সাথে এটাও স্বীকার করে নিচ্ছেন যে ভুবন কাকুর সময়টা এখন বেশ ভালো যাচ্ছে। কারণ পরপর গান প্রকাশ করার পাশাপাশি যাত্রা দলেও নাম লিখিয়েছেন তিনি।