লাস্যময়ী আলুপোস্ত বৌদি রিম্পির সাথে নতুন গান বানালেন ভুবন বাদ্যকর! মুহূর্তে তুমুল ভাইরাল বাদাম কাকুর ‘চু কিত কিত’

বেশ কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেট দুনিয়ার বাসিন্দাদের সামনে উঠে এসেছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার ‘কাঁচা বাদাম’ গান শুনে আনন্দে নেচে উঠেছিলেন দেশ-বিদেশের বাসিন্দারা। ফলাফল হিসেবে মুহূর্তে নিজের গানের মতই নিজেও ভাইরাল হয়ে উঠেছিলেন বাদাম কাকু। এর পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।
প্রশাসনের কাছ থেকে সংবর্ধনা মেলা থেকে শুরু করে বাংলাদেশের ভাইরাল গায়ক হিরো আলমের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে তাকে। এমনকি মুম্বাই গিয়ে নিজের পরবর্তী গানের রেকর্ডিংও সেরে এসেছেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ার পাতায় মুক্তি পেল তার পরবর্তী নতুন গান ‘চু কিত কিত’। এই গানে লাস্যময়ী মডেল রিমির সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে তাকে।
বলাই বাহুল্য তার এই সিদ্ধান্ত সমালোচনা করতে দেখা গিয়েছিল অনেককেই। অনেকেই জানিয়েছিলেন তার গানের অবনতি ঘটবে এবার। তাদের এই জুটি মেনে নিতে পারছিলেন না সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের অনেকেই। তবে এদিন গান প্রকাশের পরই মুহূর্তে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাঁচা বাদামের মতো জনপ্রিয়তা না পেলেও এই গানের মাধ্যমে দেশ বিদেশে দর্শকের কাছে বাদাম কাকু সক্ষম ভাবে পৌঁছে যাবেন, এমনটাই মনে করছেন ভুবন বাদ্যকরের অনুগামীরা।